দুবাইতে যাওয়ার দ্বিতীয় দিনই মাঠে নেমে পড়লেন বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম। যদিও একাদশে জায়গা হয়নি মুশফিকের। বিদেশী কোটায় সুযোগ পেয়েছেন সাকিব আল হাসানই। প্রতিপক্ষ লাহোর কালান্দার্স। যে দলে খেলছেন ক্রিস গেইলের মত টি-টোয়েন্টির দানবীয় ব্যাটসম্যান। তবে ক্রিস গেইল নিজের নামের প্রতি সুবিচার করতে পারলেন না। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে, গেইলের দল লাহোর কালান্দার্স, শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে করাচি কিংসের সামনে মাত্র ১২৫ রানের চ্যালেঞ্জ দিতে পেরেছে। কিংসের হ্যাটট্রিক করেন মোহাম্মদ আমির। সাকিব আল হাসান নেন ১টি উইকেট।টস জিতে লাহোর কালান্দার্সের অধিনায়ক আজহার আলিকে ব্যাট করার আমন্ত্রণ জানান করাচি কিংসের অধিনায়ক শোয়েব মালিক। শুরু থেকেই স্পিন আক্রমণ শুরু করেন শোয়েব মালিক। দ্বিতীয় ওভারে যদিও আমিরকে নিয়ে আসেন। কিন্তু প্রথম ওভারেই আসল কাজটি করে দিলেন শোয়েব মালিক। ফিরিয়ে দিলেন সবচেয়ে ভয়ঙ্কর ক্রিস গেইলকে। ৪ বলে মাত্র ৬ রান করেন তিনি।ইনিংসের পঞ্চম ওভারেই আজহার আলিকে ফিরিয়ে দিলেন সাকিব আল হাসান। সরাবরি বোল্ড করে। ১৬ বলে ১৮ রান করেন আজহার। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়ে লাহোর কালান্দার্সের। মাঝে উইকেট ধরে খেললেও, রান তোলার গতি ছিল খুবই কম। শেষ দিকে এসে তো মোহাম্মদ আমির একাই কোমর ভেঙে দেন লাহোরের। দুর্দান্ত হ্যাটট্রিক করেন তিনি। শিকার করেন ডোয়াইন ব্র্যাভো, জোহাইব খান এবং ক্যভন কুপারকে। পিএসএলে এটা প্রথম হ্যাটট্রিক। মোহাম্মদ রিজওয়ানই যা একটু প্রতিরোধ গড়তে পেরেছিলেন। ৩১ বলে তিনি করেছেন ৩৭ রান।আমির ৪ ওভার বল করে ২৭ রান দিয়ে নেন ৩ উইকেট। সাকিব ৪ ওভার বল করে দিলেন ২৬ রান। উইকেট একটি। সোহেল তানভির ৪ ওভারে দিয়েছেন ১৯ রান।আইএইচএস/এমএস
Advertisement