নয়দিন আইসোলেশনে থেকে দ্বিতীয়বারের মতো করোনামুক্ত হয়েছেন অমিতাভ বচ্চন। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিগ. বি টুইটারে জানান, বুধবার (৩১ আগস্ট) রাতে করোনা টেস্ট করিয়েছেন। তাতে রিপোর্ট নেগেটিভ এসেছে।
Advertisement
অভিনেতা আরও লেখেন, নয়দিনের আইসোলেশন শেষ হয়েছে। যদিও বাধ্যতামূলক ছিল সাতদিন। আপনাদের ভালোবাসা ও পাশে থেকে মনোবল যোগানোর জন্য আমি অনেক কৃতজ্ঞ।
এর আগে ২৩ আগস্ট অভিতাভ বচ্চন করোনায় আক্রান্ত হয়েছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেতা নিজেই খবরটি জানিয়েছিলেন। তখন তিনি আইসোলেশনের অভিজ্ঞতাগুলো ভক্তদের সঙ্গে শেয়ার করেছিলেন।
বর্তমানে বিগ বি ব্যস্ত‘কৌন বানেগা ক্রোড়পতি’র ১৪তম সিজনের শুটিং নিয়ে। এর পাশাপাশি চলছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’র প্রচারণায়। ৯ সেপ্টেম্বর মুক্তি পেকে যাওয়া সিনেমাটি পরিচালনা করেছেন অয়ন মুখার্জি।
Advertisement
এছাড়া অমিতাভকে দেখা যাবে ‘গুডবাই’ সিনেমাতে। এ সিনেমায় তার সঙ্গে অভিনয় করতে দেখা যাবে তুমুল জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানাকে। সিনেমাটি মুক্তি পাবে ৭ অক্টোবর। এদিকে তার আরেকটি সিনেমা ‘উঁচাই’রয়েছে মুক্তির অপেক্ষায়।
এসএএইচ/এএসএম