একুশে বইমেলা

বদলে গেছে নজরুল মঞ্চের চিত্র

দিন যতই এগিয়ে চলছে প্রাণের মেলা যেন সব চিত্রই পাল্টে যাচ্ছে। এরই মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গনে নির্মিত নজরুল মঞ্চও যেন ব্যস্ত হয়ে উঠতে শুরু করেছে।  শুক্রবার দুপুর আড়াইটা থেকে পৌনে ৬টা পর্যন্ত দেখা গেছে, একের পর এক বিভিন্ন বইয়ের মোড়ক উন্মোচন করা হচ্ছে নজরুল মঞ্চে। ফলে আনুষ্ঠানিকভাবে বইয়ের মোড়ক উন্মোচন করতে অপেক্ষা করতে হচ্ছে লেখক ও প্রকাশকদের।  তবে তাদের এ অপেক্ষা বিষাদের নয় আনন্দের বলে জানান তারা।  এছাড়া নিজেদের বই নজরুল মঞ্চে প্রকাশ করতে পারায় অনেক বেশি উচ্ছাসিত বলেও জানান লেখকেরা।এদিকে, মেলা শুরুর পর আজকের মতো এমন ব্যস্ততা চোখে পড়েনি নজরুল মঞ্চে। মঞ্চে বইয়ের মোড়ক উন্মোচন শেষে লেখক ভক্তরা কড়তালি দিয়ে স্বাগত জানিয়ে মুখোর করে রাখছেন মঞ্চকে।মেলায় আগত কয়েকজন বইপ্রেমী জানান,  মেলা শুরুর পর প্রথম সরকারি ছুটির দিন হওয়ায় অন্য দিনের চেয়ে আজ উপস্থিতি অনেক বেশি। লোকসমাগম বেশি হওয়ার পাশাপাশি অনেক বইয়ের মোড়কও আজ উন্মোচন হচ্ছে।এসএ/এএসএস/এমএম/এমএইচ/এএইচ/এমএস

Advertisement