দেশজুড়ে

জুয়া খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১

দিনাজপুরের ফুলবাড়ীতে জুয়া খেলা নিয়ে সংঘর্ষে ফরিদ হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার সকালে ৬টায় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।নিহত ফরিদ হোসেন বিরামপুর উপজেলার জোয়ালকামড়া গ্রামের মৃত খলিল উদ্দিনের ছেলে। তিনি স্টেশন পাড়ার মিনু মিয়ার মেয়েকে বিয়ে করে ঘরজামাই থাকেন।এই ঘটনায় ফুলবাড়ী স্টেশন পাড়ার বাবু মিয়ার ছেলে সাগর (২৫) ও একই এলাকার আব্দুল হালিমের ছেলে রনি ইসলামকে (২২) আটক করেছে পুলিশ। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সন্ধ্যায় ফরিদ স্টেশন এলাকার এলএসডি গোডাউনের পাশে একই এলাকার আব্দুল হালিমের ছেলে রনি ইসলাম, বাবু মিয়ার ছেলে সাগর, মিনু মিয়ার ছেলে শাহীন, বাবলু মিয়ার সফিকুল ও হায়দার আলীর ছেলে সুমনসহ জুয়া (তাস) খেলছিল। এসময় খেলাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে সংঘর্ষ হয়। এতে ফরিদ হোসেন আহত  হয়। ওই দিন তিনি প্রাথমিক চিকিৎসা নেন। পরে অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৬টায় তার মৃত্যু হয়। এই ঘটনায় পুলিশ বেলা ১২টার দিকে সাগর (২৫) ও রনি ইসলামকে (২২) আটক করেছে। ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকসেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।এমদাদুল হক মিলন/এআরএ/এমএস

Advertisement