বর্তমানে দেশে চার মোবাইল ফোন কোম্পানির গ্রাহকসংখ্যা ১৮ কোটি ৪০ লাখ এক হাজার বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেন, বর্তমানে দেশে চারটি মোবাইল কোম্পানির গ্রাহক রয়েছে।
Advertisement
বুধবার (৩১ আগস্ট) জাতীয় সংসদে সরকারদলীয় সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান মন্ত্রী।
সংসদে দেওয়া মন্ত্রীর তথ্যানুযায়ী— গ্রামীণফোনের গ্রাহকসংখ্যা ৮ কোটি ৪০ লাখ, সিমের সংখ্যা ১১ কোটি ১৪ লাখ, রবি আজিয়াটার গ্রাহকসংখ্যা ৫ কোটি ৪৮ লাখ, সিমের সংখ্যা ১০ কোটি ২৬ লাখ, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেডের গ্রাহকসংখ্যা ৩ কোটি ৮৫ লাখ, সিমের সংখ্যা ৮ কোটি ২৬ লাখ আর টেলিটক বাংলাদেশ লিমিটেডের গ্রাহকসংখ্যা ৬৭ লাখ এক হাজার, সিমের সংখ্যা ১ কোটি ৩৩ লাখ।
গ্রাহকসংখ্যা বলতে মন্ত্রী জানিয়েছেন, বায়োমেট্রিক পদ্ধতিতে ভেরিফাইড সাবস্ক্রিপশনকে বুঝানো হয়েছে। যারা গত তিন মাসে অন্তত একবার ওই মোবাইল নেটওয়ার্কে সক্রিয় ছিলেন। বর্তমান মোবাইল কোম্পানিগুলোতে যে কলরেট প্রচলিত রয়েছে তা ২০১৮ সালের মার্কেট পর্যালোচনা, আর্থসামাজিক প্রেক্ষাপট প্রভৃতি বিশ্লেষণ করে নির্ধারণ করা। কলরেট পুনর্নির্ধারণের বিষয়ে কোনো পরিকল্পনা নেই বলেও জানান মন্ত্রী।
Advertisement
এইচএস/এমএএইচ/এএসএম