দেশজুড়ে

গোপালগঞ্জে সাংবাদিকের স্ত্রী খুন

গোপালগঞ্জে জাকিয়া মল্লিক নামে (৩০) এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে শহরের বেদগ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের স্বামী মোর্শেদায়ান নিশান, তার ছোট ভাই সুশান (৩২), ভগ্নিপতি হাসান (৩৮) ও অফিসের কর্মচারী আনিসকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। নিহত জাকিয়া মল্লিক শহরের বেদগ্রাম এলাকার মোর্শেদায়ন নিশানের স্ত্রী ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী জালাল উদ্দিন  মল্লিকের মেয়ে। তার স্বামী মোর্শেদায়ান নিশান বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙ্গা টিভির গোপালগঞ্জ প্রতিনিধি ও গোপালগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক আমাদের গোপালগঞ্জ পত্রিকার প্রকাশক ও সম্পাদক। নিশানের বাবা আব্দুস সাত্তার কানছু গোপালগঞ্জের সিনিয়র সাংবাদিক ও বাংলাদেশ বেতারের গোপালগঞ্জ জেলা প্রতিনিধি। গোপালগঞ্জ সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সওগাতুল ইসলাম আলম জাগো নিউজকে জানান, শহরের বেদগ্রামে সাংবাদিক নিশানের বাড়িতে ডাকাত পড়েছে। এ সংবাদ পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে যান। সেখানে বাড়ির মেঝেতে  নিশানের স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ। পরে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল  হাসপাতাল  পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত জাকিয়ার মাথায় ধারালো অস্ত্রের আঘাত ছিল। তবে বাড়িতে ডাকাতির কোনো আলামত পাওয়া যায়নি।নিহতের স্বামী মোর্শেদায়ান নিশান জাগো নিউজকে জানান, মুখোশধারী একদল ডাকাত তার বাড়িতে ডাকাতি করতে আসে। এসময় তার স্ত্রী তাদেরকে ডাকাতিতে বাধা দিলে ডাকাতরা তাকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়।অপরদিকে,  নিহতের বাবা হাজী জালাল উদ্দিন মল্লিকের দাবি যৌতুকের কারণে জাকিয়াকে তার স্বামী হত্যা করেছে। বেশ কিছুদিন ধরে যৌতুকের জন্য নিশান তার মেয়ের উপর বিভিন্ন নির্যাতন ও চাপ সৃষ্টি করে আসছিল। গোপালগঞ্জের সহকারী পুলিশ সুপার (সার্কেল) আমিনুর রহমান জাগো নিউজকে জানান, জাকিয়াকে খুন করা হয়েছে এটা নিশ্চিত হওয়া গেছে। তবে কে খুন করেছে এটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। অতি শীঘ্রই হত্যা রহস্য উদঘাটন করা সম্ভব হবে বলে তিনি জানান। এস এম হুমায়ূন কবীর/এমজেড/এমএস

Advertisement