রঙিন শরৎ
Advertisement
নদীর তীরে বিলের পাড়ে কাশফুল হাসেসাদা মেঘের খেয়া চলে শাপলা সদা ভাসে।
রোদ-বৃষ্টির দারুণ খেলাসাদা বকের সারিস্নিগ্ধ কোমল রূপের মেলা প্রজাপতির আড়ি।
ছাতিমতলা রঙিন হাওয়াশিউলি বকুল ঘ্রাণ বেলি কেয়া জুঁই পদ্মরঙিন শরৎ প্রাণ।
Advertisement
কাশবনে মনের সুখে ফড়িং সোনা নাচেআমলকি জগডুমুরতাল পাকে গাছে।
****
শুভ্র হাসি
মাঠে-ঘাটে কাশফুলহাসিমাখা রূপমনজুড়ানো দৃশ্য দেখেপ্রকৃতি যেন চুপ।
Advertisement
নদীর ধারে বিলের পাড়ে শুভ্রমাখা হাসিশরৎ সুরে ভেসে বেড়ায়শুভ্র রাশি রাশি।
মেঘের সাথে পত্রমিতাশরৎ বলে যায়শুভ্রমাখা হাসির ছোঁয়াসবুজ শ্যামল গাঁয়।
এসইউ/এএসএম