জাগো জবস

উদ্যোক্তা সাব্বিরের সফলতার গল্প

সাব্বির ইসলাম একজন সফল উদ্যোক্তা। কাজ করছেন ডিজিটাল মার্কেটিং এবং মানবসম্পদ ব্যবস্থাপনাসহ বিভিন্ন সেক্টরে। মাত্র ১৬ বছর বয়স থেকেই শুরু হয়েছিল তার উদ্যোক্তা হওয়ার পথচলা। ২০১০ সালে শুরু হয় তার উদ্যোক্তা জীবন।

Advertisement

সাব্বির একটি প্রতিষ্ঠানের মাধ্যমে ব্র্যান্ড ও এসএমই ব্যবসায়ীদের জন্য ডিজিটাল মার্কেটিং সেবা দিচ্ছেন। ছোট থেকে বিভিন্ন ব্র্যান্ড ও প্রতিষ্ঠানের জন্য ডিজিটাল মার্কেটিং সেবা, পোস্টারিং, ওভিসি, অ্যাক্টিভেশনসহ মার্কেটিংয়ের সব সেবা দিচ্ছে তার প্রতিষ্ঠান ওয়ার।

তার আরেকটি প্রতিষ্ঠান কাজ করছে মানবসম্পদ ব্যবস্থাপনা নিয়ে। বিক্রয়কর্মী, গার্মেন্টসকর্মী এবং নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সংযোগ হিসেবে কাজ করছে তার প্রতিষ্ঠানটি।

উদ্যোক্তা হওয়ার শুরুর গল্প সম্পর্কে সাব্বির ইসলাম বলেন, ‘ছোটবেলা থেকেই ভাবতাম কীভাবে আমি মানুষের জন্য কাজ করতে পারি। কীভাবে মানুষের জীবনের প্রভাব রাখতে পারি। কীভাবে তাদের জন্য আয়ের ব্যবস্থা করে দিতে পারি।’

Advertisement

তিনি বলেন, ‘এ চিন্তাধারা থেকেই একটা সময় এসে বুঝতে পারি, উদ্যোক্তা হওয়ার মাধ্যমে অসংখ্য মানুষের কর্মস্থল ও আয়ের উৎস সৃষ্টি করতে পারব। এভাবেই আমার উদ্যোক্তা হওয়ার যাত্রা শুরু।’

সাব্বির আরও বলেন, ‘বর্তমানে আমার দুটি প্রতিষ্ঠানের মাধ্যমে অনেক মানুষের জীবনে প্রভাব রাখতে পেরেছি। তাদের কর্মসংস্থান ও উপার্জনের সুযোগ করে দিতে পেরেছি।’

সাব্বির স্বপ্ন দেখেন নতুন নতুন সুযোগ তৈরির মাধ্যমে আরও মানুষের কর্মসংস্থান ও উপার্জনের ব্যবস্থা করার। সেই লক্ষ্যেই ১৩ বছর ধরে এগিয়ে যাচ্ছেন তিনি।

তিনি বলেন, ‘এখন আমার একটিই লক্ষ্য, আমার দুটি প্রতিষ্ঠানকে শুধু দেশ নয় বরং দেশের বাইরেও পৌঁছে দেব। সব সময়ই সুযোগ খুঁজি, যার মাধ্যমে কিছু মানুষের কর্মসংস্থান করতে পারব।’

Advertisement

এসইউ/এমএস