রাজনীতি

নিহত নেতাকর্মীদের তালিকা করছে বিএনপি

বিচার বহির্ভূত হত্যার মাধ্যমে যেসব নেতাকর্মীকে হত্যা করা হয়েছে তাদের একটি চূড়ান্ত তালিকা করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। ইতোমধ্যে প্রতিটি জেলায় নিহতদের তালিকা ২৫ ফেব্রুয়ারির মধ্যে কেন্দ্রে পাঠানোর জন্য নির্দেশ দেয়া হয়েছে।শুক্রবার বেলা সোয়া ১১টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলটির দফতরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মজাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।তিনি বলেন, গত কাউন্সিলের পর থেকে এ পর্যন্ত দলের যত নেতাকর্মীকে হত্যা করা হয়েছে তাদের তালিকা তৈরি করা হবে। যেসব নেতাকর্মীকে পুলিশ অন্যায়ভাবে হত্যা করেছে তাদের তালিকা প্রকাশ করা হবে। ষষ্ঠ কাউন্সিলে এসব নেতাদের নামে কাউন্সিলে শোক প্রস্তাব দেয়া হবে।সংবাদ সম্মেলনে বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাজী আসাদ, স্বনির্ভর বিষয়ক রুহুল কুদ্দুস তালুকদার দুদু, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, সহ দফতর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।এমএম/আরএস/পিআর

Advertisement