জাতীয়

মাদক সরবরাহকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণের আহ্বান

মাদকদ্রব্য উৎপাদক, আমদানীকারক ও সরবরাহকারীকে আইনের আওতায় এনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে ইসলামিক ঐক্য আন্দোলন। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘মাদকদ্রব্য হারাম : মরণ ছোবল থেকে দেশ ও জাতীকে রক্ষার’ দাবিতে আয়োজিত এক মানবন্ধনে এ আহ্বান জানানো হয়।মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের মুসলিম জাতি সত্বা ধ্বংসের নীল নকশার অংশ হিসাবে প্রতিবেশি রাষ্ট্রগুলো আমাদের দেশে মাদকের ভয়াবহতা ছড়িয়ে দিচ্ছে। মাদক জাত দ্রব্যের উৎস বন্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ জরুরি।সীমান্তে ফেনসিডিল ও ইয়াবা ফ্যাক্টরিগুলো বন্ধে কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের আহ্বানও জানান তারা।সংগঠনের ঢাকা মহানগরের আমির মোস্তফা বশীরুল হাসানের সভাপতিত্বে মানববন্ধনে সংগঠনের নায়েবে আমির শওকত হোসেন, জয়েন্ট সেক্রেটারি মোস্তফা তারেকুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।এএস/আরএস/পিআর

Advertisement