মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)মনোবল, জনবল, অর্থবল ভেঙে চুরমার হয়ে পড়বে। বাড়ির ইলেক্ট্রনিক্স দ্রব্যাদি ও যানবাহন মেরামতে প্রেম অর্থ দুটোই সমানতালে ব্যয় হবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন ও স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে।বৃষ (২১ এপ্রিল-২০ মে)নিত্যনতুন ব্যবসা-বাণিজ্যের স্বপ্ন বাস্তবায়িত হবে। বিবাহযোগ্যদের বিবাহে আকস্মিক কোনো না কোনো বাধা এসে হাজির হবে। প্রেমীযুগল সতর্কতার সঙ্গে চলাফেরা করুন নচেৎ অর্থ ও মানদণ্ডে দণ্ডিত হবেন। বিদ্যাশিক্ষায় ব্রতীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে।মিথুন (২১ মে-২০ জুন)দাম্পত্য জীবন কটুতায় ভরে থাকলেও বিচ্ছেদের সম্ভাবনা নেই। ভ্রাতা-ভগ্নিরা সাহায্যের হাত বাড়িয়ে ধরায় দীর্ঘদিনের মনোবাসনা পূরণ হবে। বিদেশ গমনেচ্ছুদের বিদেশ গমনের স্বপ্ন স্বাধ পূরণের জন্য দিনটি রেকর্ড হয়ে থাকবে। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে।কর্কট (২১ জুন-২০ জুলাই)কর্ম ও ব্যবসা-বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসায় বস আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকবে। গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে, যার ফলে আপনাকে সর্বদাই অতিথি সেবায় ব্যস্ত হয়ে থাকতে হবে।সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)টাকা-পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে, অপরদিকে খরচের দুর্দান্ত চাপ মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে থাকবে। শত্রু ও বিরোধীপক্ষ সোচ্চার হয়ে আপনার গোপন প্রেম ও অনুচিত কাজবাজ ফাঁস করে দেবে, যার ফলে সংসারে সমাজে আপনার ইমেজ নষ্ট হবে।কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)দুর্যোগের মেঘ সরে গিয়ে সুদিনের সূর্য উদিত হবে। হাতে থাকা প্রায় কাজই সম্পন্ন হয়ে পড়ায় মন আনন্দে নাচবে। দূর থেকে আসা ডাক বেকারদের কর্মপ্রাপ্তির পথ সুগম করবে। বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে দীর্ঘদিনের সম্পত্তি লাভের প্রচেষ্টা বাস্তবায়িত হবে।তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)কর্মক্ষেত্রে বড় কোনো অর্ডার হাতে আসায় বস আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে ইচ্ছিত স্থানে বদলি তথা পদোন্নতির পথ সুগম করবে। আজকের রোপণ করা বৃক্ষ ভবিষ্যতে ফুল ফল ও সংকটকালে ছায়া দিয়ে বাঁচাবে। প্রেমীযুগলের সতর্ক থাকার আবশ্যকতা রয়েছে নচেৎ অর্থ ও মানদণ্ডে দণ্ডিত হতে পারেন।বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ ফ্লেক্সিলোড প্রভৃতি আসতে পারে। সিজনাল রোগব্যাধির সঙ্গে নিত্যনতুন ব্যাধিপীড়ার প্রকোপ আপনাকে অতিশয় জীর্ণ করে তুলবে। অবশ্য পিতা-মাতার স্বাস্থ্য ভালোর দিকে যাওয়ায় দিনটি হাসপাতাল ত্যাগের জন্য রেকর্ড হয়ে থাকবে।ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)যেমন আয় তেমন ব্যয় হওয়ায় সঞ্চয়ের খাতে থাকবে শূন্য। গুপ্ত ও প্রকাশ্য শত্রুরা স্বজনদের সঙ্গে হাত মিলিয়ে আপনার গোপন প্ল্যান-প্রোগ্রাম ফাঁস করে দেবে। অবশ্য দূর থেকে আসা কোনো সংবাদে গোটা পরিবারে খুশির জোয়ার বইবে। সপরিবারে কাছেপীঠে তথা ধর্মীয় স্থান পরিভ্রমণ করতে পারেন।মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)খরচ দুশ্চিন্তা শোক দুঃখ দুর্দশা সমানতালে চলবে, সেই সঙ্গে সুনাম যশা প্রতিষ্ঠা ধুলায় মিশে যাবে। শিক্ষার্থীদের মন লেখাপড়ার প্রতি আকৃষ্ট হওয়ায় উচ্চশিক্ষা তথা বিদেশ গমনের পথ প্রশস্ত হবে। অবশ্য বাড়ির ইলেক্ট্রনিক্স সামগ্রী, বৈদ্যুতিক মোটর ও যানবাহন মেরামতে প্রচুর অর্থ ব্যয় হবে।কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করতে থাকায় মন প্রসন্ন হয়ে থাকবে। শত্রু ও বিরোধীপক্ষের সব পরিকল্পনা নস্যাৎ করে আপনি দুর্বার গতিতে এগিয়ে চলবেন। মামলা মোকদ্দমার রায় পক্ষে আসায় হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত হবে। জীবনসাথীর শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়তে পারে।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)যে কাজে হাত দেবেন তাতেই কম-বেশি সফলতা প্রাপ্ত হবেন। শত্রু ও বিরোধীপক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে। সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন। ব্যবসা-বাণিজ্যে মজুদ মালের দাম বৃদ্ধি পাওয়ায় সঞ্চয় হবে প্রচুর। দীর্ঘদিনের হারানো বন্ধুর সঙ্গে সাক্ষাৎ শুভফল প্রদান করবে।আরএস/পিআর
Advertisement