দেশজুড়ে

ঘাটাইলে ১৪৪ ধারা জারি

জেলা আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানা ও তার তিন ভাইসহ ১৪ জনের নামে অভিযোগপত্র দাখিল করেছে টাঙ্গাইল গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনা পর রানার সমর্থকরা ঘাটাইল কলেজ মোড়ে এবং শহীদুল ইসলাম লেবু গ্রুপের সমর্থকরা বাস টার্মিনালে সমাবেশের ডাক দেয়। এ অবস্থায় সংঘর্ষের আশঙ্কায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা আরা বেগম বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে রাত ১২টা পর্যন্ত ঘাটাইল শহরে ১৪৪ ধারা জারি করে। এদিকে, রাত ৮টার দিকে আবিদ হোসেন নামে আরো একজনকে আটক করেছে র্যাব।এ ব্যাপারে ঘাটাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।এআরএ/পিআর

Advertisement