দেশজুড়ে

নওগাঁয় ডোবায় পড়ে শিশুর মৃত্যু

নওগাঁর রানীনগরে ডোবার পানিতে পড়ে ১০ মাস বয়সী আমেনা খাতুন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৮ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার মালশন গ্রামে এ ঘটনা ঘটেছে। ওই শিশু মালশন গ্রামের মুক্তার হোসেনের মেয়ে।

Advertisement

নিহত শিশুর পরিবার সূত্রে জানা যায়, রোববার দুপুরে শিশুটির চাচাতো বোন মোহনার সঙ্গে তাদের বাড়ির সামনে উঠানে খেলা করছিল। খেলার একপর্যায়ে মোহনা শিশুটিকে রেখে বাড়ির ভেতরে যায়। এসময় শিশুটি হামাগুড়ি দিয়ে বাড়ির পাশের ডোবায় পড়ে যায়। এর কিছু পর শিশুটিকে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করার একপর্যায়ে ডোবার পানিতে ভেসে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে। তবে ততক্ষণে শিশুটি মারা যায়।

রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ডোবার পানিতে পড়ে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিশুটির পরিবার পারিবারিকভাবে দাফনের প্রস্তুতি নিচ্ছে।

আব্বাস আলী/এমআরআর

Advertisement