তথ্যপ্রযুক্তি

ফেসবুকের লগইন হিস্ট্রি মোছার উপায়

অনেকেই একাধিক ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করেন। ফলে এক ডিভাইসে এক অ্যাপে একাধিক আইডি লগইন রাখা যায় না। আবার অনেকেই আছেন অফিসের ডেস্কটপে ফেসবুক ব্যবহার করেন। এতে অনেক বড় সমস্যায় পড়তে পারেন। অ্যাকাউন্ট লগ আউট করার পর প্রোফাইল ছবিতে ক্লিক করে শুধু পাসওয়ার্ড দিয়ে পুনরায় লগইন করা যায়।

Advertisement

এতে যে কেউ সহজেই আপনার অ্যাকাউন্টের এক্সেস নিয়ে নিতে পারে। এখানে ই-মেইল আইডি বা মোবাইল নম্বরের প্রয়োজন হয় না। শুধু পাসওয়ার্ড দিয়েই লগইন করা যায়। চাইলে এটি বন্ধ করে রাখতে পারেন।

এছাড়াও আপনার লগইন ইনফরমেশ অফ করে রাখতে পারেন। এতে আপনি যে ডিভাইসেই লগইন করুন না কেন লগ আউট হওয়ার সঙ্গে সঙ্গে সেখান থেকে আপনার লগইনের ইনফরমেশনও মুছে যাবে। এতে বড়সড় কোনো ঝামেলা থেকে রেহাই পেতে পারেন। এজন্য-

>> ডেস্কটপ থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগইন করুন।>> এবার ‘সেটিংস অপশন থেকে ‘সেটিংস অ্যান্ড লগইন’ নির্বাচন করুন।>> এখান থেকে লগইন অপশনের ‘সেভ ইওর লগইন ইনফরমেশন’ অপশনে ক্লিক করুন।>> এবার ‘রিমুভ অ্যাকাউন্ট’ ক্লিক করুন।

Advertisement

সূত্র: মিকরোটিক

কেএসকে/এমএস