দেশজুড়ে

খুলনার শহীদ হাদিস পার্কে ফ্রি ওয়াই-ফাই জোন উদ্বোধন

খুলনা সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার বিকেলে শহীদ হাদিস পার্কে ফ্রি ওয়াই-ফাই জোন এর উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মো. আনিছুর রহমান বিশ্বাস।উদ্বোধনকালে ভারপ্রাপ্ত মেয়র বলেন, সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নাগরিক সুবিধা বৃদ্ধি এবং সিটি কর্পোরেশন প্রদত্ত সেবা জানানোর লক্ষে এ ফ্রি ওয়াই-ফাই জোন চালু করা হয়েছে। একই সঙ্গে নগরবাসীর মর্যাদা ও সম্মান সংরক্ষণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, যানজট নিরসন ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে টিভি স্কিন স্থাপনসহ শহরকে ডিজিটালাইজড করার আরও কিছু পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। তিনি আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা একটি বাসযোগ্য নান্দনিক নগরী রেখে যেতে চাই। তিনি পর্যায়ক্রমে নগরীর ওয়ার্ড কাউন্সিলর অফিস, শিববাড়ীরমোড়সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় ওয়াই-ফাই প্রদান করা হবে।সিটি কর্পোরেশনের আইসিটি স্থায়ী কমিটির সভাপতি ও ২২নং ওয়ার্ড কাউন্সিলর মো. মাহবুব কায়সারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন প্যানেল মেয়র শেখ হাফিজুর রহমান হাফিজ এবং রুমা খাতুন। স্বাগত বক্তৃতা করেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা গোকুল কৃষ্ণ ঘোষ।পরে প্রধান অতিথি ল্যাপটপের মাধ্যমে ফ্রি ওয়াই-ফাই জোন উদ্বোধন করেন।আলমগীর হান্নান/ এমএএস/পিআর

Advertisement