পতন যেন পিছু ছাড়ছে না শেয়ারাজারের। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের দুই স্টক এক্সচেঞ্জে সূচকের পতন ধারায় লেনদেন শেষ হয়েছে। এদিন উভয় বাজারে সূচকের সঙ্গে লেনদেন কমেছে। এর আগে সপ্তাহের শুরুতেও পতন ধারা লক্ষ করা যায় পুঁজিবাজারে। বাজার পর্যালোচনায় দেখা গেছে, বৃহস্পতিবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২ পয়েন্ট কমে ৪ হাজার ৫৭১ পয়েন্টে অবস্থান করছে এবং শরিয়াহ সূচক ডিএসইএস দশমিক ৪৪ পয়েন্ট কমে ১ হাজার ১০৮ পয়েন্টে দাঁড়িয়েছে এবং ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট কমে ১ হাজার ৭৪২ পয়েন্টে অবস্থান করছে।দিন শেষে ডিএসইতে লেনদেন হয়েছে ৩৪২ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। যা আগের দিনের চেয়ে ৭২ কোটি টাকা কম। বুধবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৪১৪ কোটি টাকা।ডিএসইতে ৩২৪ টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৯ টির, কমেছে ১২২টির আর অপরিবর্তিত রয়েছে ৫৩ টি প্রতিষ্ঠানের শেয়ার দর।অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ১২ পয়েন্ট কমে ৮ হাজার ৫৪৯ পয়েন্টে অবস্থান করছে। সিএসই৫০ সূচক ১ পয়েন্ট কমে এক হাজার ২২ পয়েন্টে, সিএসই৩০ সূচক ১২ পয়েন্ট কমে ১২ হাজার ৫৫৮ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১৬ পয়েন্ট কমে ১৪ হাজার ৭৫ পয়েন্টে এবং সিএসআই শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে ৯৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে।সিএসইতে মোট ২৩২ টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ৮০ টির, কমেছে ১৯০ টির আর অপরিবর্তিত রয়েছে ৪৩ টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ২৫ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।এসআই/এএইচ/এবিএস
Advertisement