ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ব্যায়ামাগারের সামনে এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। হিসাব বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগ পিঠা উৎসবের আয়োজন করে। ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. আবু সিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পিঠা উৎসব উদ্বোধন করেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. মো. মাহবুবুল আরেফিন, হিসাব বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের চেয়ারম্যান ড. সেলিনা নাসরিনসহ বিভাগীয় শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এআরএ/এবিএস
Advertisement