রাব্বী আহমেদ সাম্প্রতিক সময়ের একজন তরুণ কবি। বিগত বইমেলায় বহুল আলোচিত কবিতাগ্রন্থ `নিচের ঠোঁট কামড়ে ধরে কাঁদতে নেই` এর মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি পেয়েছেন। প্রেম তাঁর লেখার অন্যতম মূল উপজীব্য বিষয়। এক নিবিড় পর্যবেক্ষকের মতো মানব মানবীর প্রেমকে তিনি তুলে ধরেন উপমা আর চিত্রকল্পের ব্যতিক্রমী বিভায়।`প্রার্থনা ও প্রেমে শরিক রাখতে নেই` তাঁর তৃতীয় গ্রন্থ। প্রেমের সাথে তিনি মূলত প্রার্থনার মিল খোঁজেন। তিনি এক মনোথেইস্টিক প্রেমের ধারণা দেন। যেখানে, একেশ্বরবাদী ধর্মের মতো এক প্রেমিক/প্রেমিকার বন্দনা করা হয়। আধুনিক সময়ের বহুগামী প্রেম, দ্রুত সম্পর্ক ভেঙ্গে যাওয়ার প্রবণতা, ওথেলো সিন্ড্রোম, ফ্রয়েডিক আকর্ষণ সহ প্রযুক্তির প্রভাবে বদলে যাওয়া প্রেমের ধারা তাঁর সংবেদনশীল মনে যে উপলব্ধির সৃষ্টি করে তারই আলোকে তিনি শব্দের কারুকার্যে নির্মাণ করেন এক নিবিড় নান্দিন কবিতামহল। যে মহলের ভেতরে যন্ত্রণাদগ্ধ জীবনের বেদনা নিরবধি প্রবাহিত হয়, অন্য কোন নিরবধির দিকে। বইটি প্রকাশ করেছে বইপত্র প্রকাশন। পাওয়া যাবে ১২৭-১২৮ নং স্টলে।এইচএন/পিআর
Advertisement