হালের ব্যস্ত চিত্রনায়ক নিরবের ‘গেম রিটার্নস’ ছবিতে নবাগত লাবণ্যর সাথে পিজে হেলেনের অভিনয় করার কথা ছিলো। কিন্তু শেষ পর্যন্ত বোদ পড়েছেন হেলেন। তার স্থানে নিরবের নায়িকা হয়ে এসেছেন চলচ্চিত্রের প্রিয় মুখ তমা মির্জা। এ প্রসঙ্গে তমা মির্জা বলেন, ‘নিরব আমার অভিনীত প্রথম ছবি ‘তোমার মাঝে আমি’র নায়ক। তার সাথে এরপর আরো দুটি ছবিতে কাজ করেছি। আমাদের জুটির বোঝাপড়াটা বেশ ভালো। আশা করি এবারও দর্শকরা আমাদের গ্রহণ করবে।’ছবির গল্পে দেখা যাবে, নিরব স্বঘোষিত একজন ক্রিমিন্যাল। যিনি একের পর এক খুন করবেন! টাকার বিনিময়ে তছনছ করে দেবেন তার চারপাশ, অপরাধের কলকাটিও নাড়বেন। তাকে খুঁজতে দিশেহারা হয়ে পড়বে প্রশাসন। কিন্তু তিনি সবার নাকের ডগার দিয়ে সবকিছু চষে বেড়াবেন। এসব ক্লাইম্যাক্সের মধ্যে থাকবে প্রেম-কমেডিসহ নানা চমক। এমনটাই প্রত্যাশা নির্মাতা রয়েল খানের।এদিকে, ১লা ফেব্রুয়ারি থেকে রাজধানীতে পুরোদমে শুরু হয়েছে ‘গেম রিটার্নস’ ছবির শুটিং। অ্যাকশান-মারদাঙ্গা এ ছবিটির কাহিনি ও সংলাপ সাজিয়েছেন আব্দুল্লাহ জহির বাবু। এবং ছবির সংগীত পরিচালনা করছেন আরফিন রুমি, বেলাল খান ও ধ্রুব গুহ।এনই/এলএ/পিআর
Advertisement