সাহিত্য

বিদায় ও অন্যান্য কবিতা

বিদায় বলো না

Advertisement

তুমি বিদায় বললেই থমকে যায় মেঘচাতকের মতো অপেক্ষায় থাকে কৃষক, বৃষ্টির আশায়

তুমি বিদায় বলো না

বিদায় বললেই থমকে যায় বাতাসপ্রাণচঞ্চল দেহ হাঁসফাঁস করে স্বস্তির জন্য

Advertisement

তুমি বিদায় বলো না

বিদায় বললেই বৃক্ষ থেকে উড়ে যায় পাখিমনের ভেতরে শুরু হয় ঝড়

পাখি ছাড়া বৃক্ষ, তুমি ছাড়া আমিদুটোই অনর্থক

****

Advertisement

হিরন্মবালা

তোমার নাকের নোলকে বাঁধাআমার জীবনের আয়ু

চোখের দীর্ঘ কাজলেপৃথিবী থেকে মূর্ছা যাই আমি

তোমার চোখের চাহনিতে,হৃদয়ের যে ব্যাকুলতা—তা আমাকে প্রতি ক্ষণে ক্ষণে মৃত্যুর দিকেএকধাপ করে এগিয়ে নেয়।

তোমার কপালের দিগন্তে ছোট টিপযেন আমার হৃৎপিণ্ডের ক্ষত

তুমি হাসতে থাকো, হিরন্মবালাতুমি হাসতে থাকোতোমার হাসিতে বিধ্বস্ত হতে চাই আমি।

****

স্বার্থপর

আমি তোমাকে পাবো এই নিয়ম পৃথিবীতে নেইআমি সূর্যোদয় পেতে পারি, সূর্যাস্ত পেতে পারিনদী পেতে পারি, নদীর তীরের বালুচর পেতে পারিকিন্তু তোমাকে পাবো, এই নিয়ম পৃথিবীতে নেই

তুমি আমার হবে, এটা পৃথিবী মেনে নেবে নাপাহাড় আমার হতে পারেওই আকাশের নীল মেঘগুলোও আমার হবেআলোর রেণু, ফুলের রেণু আমার হবেকিন্তু তুমি আমার হবে না

পৃথিবী স্বার্থপর, তুমি স্বার্থপরপৃথিবী আমার কিন্তু তুমি আমার নও

এসইউ/জেআইএম