আন্তর্জাতিক

ফের করোনায় আক্রান্ত জিল বাইডেন

মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন ফের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার যোগাযোগ বিষয়ক উপ-পরিচালক কেলসি ডোনোহু এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার সকালে রুটিন মাফিক টেস্টে তার করোনা নেগেটিভ ধরা পড়ে। কিন্ত পরবর্তীতে আবারও এন্টিজেন টেস্টে তার করোনা পজিটিভ ধরা পড়ে।

Advertisement

ফার্স্ট লেডির নতুন করে করোনার উপসর্গ দেখা যায়নি বলে জানিয়েছেন কেলসি ডোনোহু। তিনি আরও জানিয়েছেন যে, জিল বাইডেন এই সময়ের মধ্যে যে অল্প সংখ্যক লোকজনের সংস্পর্শে তাদেরকে এ বিষয়ে অবগত করা হয়েছে।

ডোনোহু বলেন, আপাতত ডেলওয়্যারেই অবস্থান করবেন ফার্স্ট লেডি। পরবর্তীতে পরপর দুটি নেগেটিভ রিপোর্ট পাওয়ার পর তিনি হোয়াইট হাউজে ফিরবেন। গত ১৭ আগস্ট প্রথম বারের মতো তার করোনা পজিটিভ ধরা পড়ে।

এদিকে হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়েছে বুধবার প্রেসিডেন্ট জো বাইডেনেরও করোনার টেস্ট করা হয়েছে। তার নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।

Advertisement

ওই কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধের নির্দেশিকা অনুসরণ করে প্রেসিডেন্ট বাইডেন আগামী ১০ দিনের জন্য হোয়াইট হাউজেই অবস্থান করবেন। জিল বাইডেন করোনায় আক্রান্ত হওয়ায় তার সংস্পর্শে আসা সবাইকে আগামী কয়েকদিন আইসোলেশনেই থাকতে হচ্ছে।

গত রোববার পরপর দুবার জিল বাইডেনের করোনা নেগেটিভ ধরা পড়ায় তিনি দক্ষি ক্যারোলিনা থেকে ডেলওয়ারে প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে দেখা করতে যান। কিন্তু তিনি ফের করোনায় আক্রান্ত হওয়ায় এখন বাইডেনের স্বাস্থ্য নিয়েও সতর্কতা অবলম্বণ করা হচ্ছে।

এর আগে গত ১৫ আগস্ট প্রেসিডেন্ট বাইডেনের করোনাভাইরাস শনাক্ত হয়। সে সময় তিনি সাউথ ক্যারোলিনার কিয়াওয়াহ দ্বীপে ছুটি কাটাচ্ছিলেন। পরবর্তীতে তিনি আবারও করোনায় আক্রান্ত হলেও এখন সুস্থ আছেন।

টিটিএন/জিকেএস

Advertisement