বর্ষবরণ অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যৌন নিপীড়নের ঘটনায় জড়িতদেরসহ নারী-শিশু নির্যাতনকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিসহ ৫ দফা দাবিতে সমাবেশ করেছে বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশ থেকে ৫ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো- বর্ষবরণে যৌন নিপীড়নসহ সারা দেশে নারী ও শিশু নির্যাতনকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রসহ সকল ক্ষেত্রে যৌন হয়রানি বন্ধ করতে হবে, সর্বত্র নারীর শারীরিক ও মানসিক নির্যাতন বন্ধ করতে হবে।অপসংস্কৃতি-অশ্লীলতা বন্ধ করতে হবে, পর্নো পত্রিকা, ব্লু-ফিল্ম, পর্নো ওয়েবসাইট বন্ধ করতে হবে, নাটক সিনেমা বিজ্ঞাপনে নারী দেহের অশ্লীল উপস্থাপন বন্ধ করতে হবে, মাদক ও জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।মৌলবাদ-সাম্প্রদায়িকতা, ফতোয়াবাজ এবং ধর্মীয় কূপমণ্ডুকতা কুসংস্কার বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।সমাজের সবক্ষেত্রে নারী-পুরুষের সমঅধিকার প্রতিষ্ঠা করতে হবে, ইউনিফরম সিভিল কোড চালু করতে হবে, সিডও সনদের পূর্ণ স্বীকৃতি ও বাস্তবায়ন করতে হবে।নারীশক্ষাকে বিস্তৃত ও পূর্ণাঙ্গ করতে হবে, নারীশক্ষাকে অর্থবহ করে তুলতে হবে, গ্রামীণ ও পিছিয়ে পড়া নারী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ক্ষেত্রে প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে, সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের জন্য খেলাধুলা ও আত্মরক্ষামূলক শরীর চর্চা আবশ্যিক করতে হবে, নারীর নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠানে উন্নতমানের হোস্টেল নির্মাণ করতে হবে।সমাবেশ শেষে সংগঠনের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।সমাবেশে সংগঠনের সভাপতি সীমা দত্ত, সাধারণ সম্পাদক মর্জিনা খাতুনসহ সংগঠনের নেত্রীরা উপস্থিত ছিলেন।এএস/এনএফ/পিআর
Advertisement