রাজধানীর বাংলামোটর সিগন্যালে ফুটওভারব্রিজ থাকা সত্ত্বেও জীবনের ঝুঁকি নিয়ে ব্রিজের নিচ দিয়ে রাস্তা পার হওয়ায় ৮১ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর সোয়া ২টা পর্যন্ত চালানো অভিযানে এ জরিমানা করা হয় বলে জানিয়েছেন ঢাকা মেট্রেপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) রিফাত রহমান। ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান ও আব্দুল কুদ্দুস এ সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশ পেনাল কোডের গণউপদ্রব আইনের ২৯০ ধারা মোতাবেক এই ৮১ জনকে ২০ টাকা থেকে শুরু করে ২০০ টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে। পথচারীদের সড়ক পারাপারে ওভারব্রিজ ব্যবহারে উৎসাহী করতে রাজধানীতে আজ বেলা ১১টা থেকে অভিযান শুরু করে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত। আজ বাংলামোটর এলাকায় এ অভিযান চলে। অভিযানে নেতৃত্ব দেন ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান।এরআগে ২০১৪ সালের নভেম্বরেও একই ধরনের অভিযান চালিয়েছিল ডিএমপি। এআর/এনএফ/আরআইপি
Advertisement