বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, ‘কাউন্সিল করার রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার আমাদের (বিএনপির) রয়েছে। এই অধিকার কেউ খর্ব করতে পারবে না। যারা কাউন্সিল বাধাগ্রস্ত করতে চায় তাদের জবাব জনগণ দেবে।বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে সদ্য কারামুক্ত ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকনকে নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভী আহমেদ ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।নোমান বলেন, সরকার খালেদা জিয়ার বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিচ্ছে। এরই অংশ হিসেবে সর্বশেষ ‘দুরভিসন্ধিমূলক’ রাষ্ট্রদ্রোহ মামলা দিয়েছে। তবে এই মামলা দিয়ে বিএনপি এবং খালেদা জিয়াকে দমানো যাবে না।বিএনপির ষষ্ঠ কাউন্সিল নিয়ে সরকার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ পুনর্ব্যক্ত করে নোমান বলেন, বিএনপি নেত্রীর বিরুদ্ধে মামলা দিয়ে কাউন্সিল প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চায় সরকার। কিন্তু বিএনপি তার কাউন্সিল করার ব্যাপারে দৃঢ় প্রত্যয়ী।এ প্রসঙ্গে তিনি জানান, কাউন্সিলের জন্য এরই মধ্যে রাজধানীতে তিনটি স্থান চেয়ে আবেদন করা হয়েছে। এর মধ্যে যেকোনো একটি ভেন্যুতে কাউন্সিল করা হবে।এমএম/একে
Advertisement