তথ্যপ্রযুক্তি

হোয়াটসঅ্যাপ ডিলিট না করেও মেসেজ আসা বন্ধ করা যাবে

ব্যক্তিগত চ্যাট ছাড়াও অফিস কিংবা স্কুল-কলেজের গুরুত্বপূর্ণ চ্যাট করার জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন অনেকে। সারাক্ষণই এই প্ল্যাটফর্মে মেসেজ আসছে। অফিস শেষে বাসায় ফিরেও সেই নোটিফিকেশনের টুংটাং শব্দ। কোথাও বেড়াতে গেলেও একই অবস্থা।

Advertisement

সব পেছনে রেখে একটু নিজের মতো সময় কাটাতে হোয়াটসঅ্যাপের মেসেজ আসা বন্ধ করতে পারেন। এজন্য স্মার্টফোন থেকে অ্যাপ ডিলিট করার প্রয়োজন নেই। চাইলে কিছুদিনের জন্য মেসেজ আসা বন্ধ করতে পারেন। চলুন জেনে নেওয়া যাক কয়েকটি কৌশল-

>> হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন মিউট করে রাখতে পারেন। এজন্য কয়েক ঘণ্টা বা আপনি পরবর্তিতে যখন আনমিউট করবেন ততক্ষণ পর্যন্ত মিউট রাখার অপশনটি বেছে নিন।

>> নোটিফিকেশন ডিসেবল করে রাখতে পারেন। হোয়াটসঅ্যাপের সেটিংসে গিয়ে নোটিফিকেশন অপশন বেছে নিন। এবার সেটি ডিসেবল করে রাখুন।

Advertisement

>> আবার চাইলে যতদিন ইচ্ছা স্মার্টফোন থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপটি বন্ধ করে রাখতে পারেন। এজন্য হোয়াটসঅ্যাপ অ্যাপটি লম্বা প্রেস করুন এবং তারপরে ‘অ্যাপ ইনফো’ আইকনে ট্যাপ করুন। এবার ‘ফোর্স স্টপ’ অপশন পাবেন। সেটিতে ক্লিক করুন। এরপর ব্যাকগ্রাউন্ডে হোয়াটসঅ্যাপ অ্যাপটি বন্ধ করে দিন।

সূত্র: গ্যাজেটস নাও

কেএসকে/জেআইএম

Advertisement