স্কুল-কলেজ ফাঁকি দিয়ে জয়নুল আবেদিন পার্কে শিক্ষার্থীদের ঘোরাফেরা বন্ধে অভিযান পরিচালনা করেছে ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক)।
Advertisement
মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে মসিকের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আরিফুর রহমান অভিযানে নেতৃত্ব দেন।
অভিযানের সময় স্কুল-কলেজ ফাঁকি দিয় পার্কে ঘোরাফেরা করা শিক্ষার্থীদের প্রথমে সতর্ক করা হয়। পরে তাদের অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয়।
আরিফুর রহমান বলেন, স্কুল-কলেজ ফাঁকি দিয়ে পার্কে ঘোরাফেরা করায় শিক্ষার্থীদের সতর্ক করে অভিভাবকদের হাতে বুঝিয়ে দেওয়া হয়েছে। আবারও কোনো শিক্ষার্থীকে পার্কে পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Advertisement
এ সময় বর্জ্য ব্যবস্থাপনা সুপারভাইজার মো. রবিউল ইসলাম, বাজার পরিদর্শক জালাল আহমেদ চৌধুরীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
মঞ্জুরুল ইসলাম/এসআর/এএসএম