দেশের ব্যাংক খাতের নতুন সময়সূচি ঘোষণা হয়েছে গতকাল সোমবার। এবার আর্থিক প্রতিষ্ঠানের সূচিতেও আনা হলো পরিবর্তন। আর্থিক প্রতিষ্ঠানগুলো চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
Advertisement
মঙ্গলবার (২৩ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছে।
নির্দেশনায় বলা হয়, এখন থেকে সকল আর্থিক প্রতিষ্ঠান রোববার হতে বৃহস্পতিবার চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। আর্থিক প্রতিষ্ঠানের আই, ১৯৯৩ এর ১৮(ছ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে।
সোমবার (২২ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের এক নির্দেশনায় বলা হয়, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে বুধবার (২৪ আগস্ট) থেকে ব্যাংক লেনদেন হবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। তবে লেনদেন পরবর্তী কার্যক্রম বিকেল ৫টার মধ্যে সম্পন্ন করে অফিস ত্যাগ করতে বলা হয় ওই নির্দেশনায়।
Advertisement
এদিকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান দুই রকম সময়সূচিতে চলা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। সামাজিক মাধ্যমে এ নিয়ে অনেকেই সমালোচনা করেছেন।
ইএআর/এমকেআর/এএসএম