সিরিয়ায় একটি অভিযানে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) এক জেনারেল নিহত হয়েছেন। মঙ্গলবার ইরানের একটি রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।
Advertisement
সামরিক উপদেষ্টা হিসেবে সিরিয়ায় একটি অভিযানে দায়িত্ব পালন করছিলেন আইআরজিসির সদস্য জেনারেল আবুল ফজল আলিজানি।
স্থানীয় সময় রোববার তিনি নিহত হয়েছেন বলে ইরানি গণমাধ্যমের খবরে নিশ্চিত করা হয়েছে। সিরিয়ায় অভিযানে বিশেষ দায়িত্ব পালন করছিলেন আবুল ফজল আলিজানি। তবে তিনি ঠিক কিভাবে নিহত হয়েছেন বা কারা হামলা চালিয়েছে সে বিষয়টি নিশ্চিত করা হয়নি।
ইরান বলছে, তারা দামেস্কের আমন্ত্রণে সিরিয়ায় তাদের বাহিনী মোতায়েন করেছে এবং শুধুমাত্র উপদেষ্টা হিসেবেই তাদের সদস্যরা সেখানে কাজ করছেন।
Advertisement
এর আগে গত মার্চে ইরানি বিপ্লবী গার্ডস জানায় যে, সিরিয়ায় ইসরায়েলি হামলায় তাদের দুই কর্মকর্তা নিহত হয়েছেন। সে সময় ইসরায়েলকে এ বিষয়ে সতর্ক করা হয়েছিল। এই অপরাধের মূল্য দিতে হবে বলে হুমকি দেওয়া হয়।
গত কয়েক বছরে দফায় দফায় সিরিয়ার অভ্যন্তরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটিতে সরকারি স্থাপনার পাশাপাশি ইরান-সমর্থিত বাহিনী এবং লেবাননের শিয়া গোষ্ঠী হিজবুল্লাহর যোদ্ধাদের লক্ষ্যবস্তু করা হয়েছে।
টিটিএন/এএসএম
Advertisement