কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও ডুলাফকির মাজার গেইট শাহ ফকিরবাজার এলাকায় পিকআপের ধাক্কায় এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন সিএনজিচালিত অটোরিকশার চালকসহ অন্তত ৫ জন। বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মুহাম্মদ এহছান (১৯)। তিনি সদর উপজেলার ইসলামপুর নতুন অফিস বাঁশকাটা রিজর্ভ পাড়ার প্রবাসী ছিদ্দিক আহমদের ছেলে এবং কক্সবাজার সরকারি কলেজের অনার্সের ছাত্র। তিনি সিএনজির মালিক মনজুর সওদাগরের ভাগিনা। আহত সিএনজি চালক দিদার (৩৮) জানান, নতুন অফিস স্টেশন থেকে যাত্রী নিয়ে তিনি ঈদগাঁও স্টেশনের উদ্দেশ্যে আসছিলেন। সড়কের ডুলাফকির মাজার গেইট শাহ ফকির বাজার এলাকায় পৌঁছানোর পর একই দিকে আসা পিকআপটি (চট্টমেট্রো-ড-১১-২৪১৬) সিএনজির পিছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে যাত্রী এহছানসহ সবাই ছিটকে রাস্তায় পড়ে যায়। এ সময় এহছানের পেটের উপর দিয়ে পিকআপটি চলে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় এহছান। তিনি ও অপর ৪ জন আহত হন। স্থানীয় হেফজখানা শিক্ষক হাফেজ আতাউল্লাহ জানান, বিকট শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে গেছেন। ঘাতক পিকআপটিও জব্দ করেছে বিক্ষুব্ধ জনতা। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।খবর পেয়ে ঈদগাঁও তদন্ত কেন্দ্রের টু আইসি জাহাঙ্গীর ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পিকআপটি জব্দ করেছেন। এদিকে, ডুলাহাজারা হাইওয়ে পুলিশের আইসি আনোয়ারও ঘটনাস্থলে গেছেন। ইসলামপুর ইউপি চেয়ারম্যান মাস্টার আবদুল কাদের ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের সত্যতা নিশ্চিত করেছেন। সায়ীদ আলমগীর/এসএস/আরআইপি
Advertisement