দেশজুড়ে

সাভারে ৫৩ সরকারি স্কুলে প্রধান শিক্ষক নেই

রাজধানীর উপকণ্ঠ সাভারের ৫৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় চলছে প্রধান শিক্ষক ছাড়াই। পদোন্নতি বন্ধ ও প্রধান শিক্ষক পদে সরাসরি নিয়োগ বন্ধ থাকার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। ফলে বিদ্যালয়গুলোতে দেখা দিয়েছে স্থবিরতা। উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সাভার উপজেলায় মোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১২১টি। এরমধ্যে ১৭টি নতুন ও ৩৬টি পুরোনো বিদ্যালয়সহ ৫৩টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শুন্য রয়েছে। এগুলোর মধ্যে কোনো কোনো বিদ্যালয় প্রধান শিক্ষক ছাড়াই কাটিয়ে দিয়েছে পাঁচ বছর। তবু শিক্ষা বিভাগ থেকে কোনো ব্যবস্থা নেয়া হয়নি।   ২০১০ সালে উপজেলার বিভিন্ন স্থানে ১৭টি নতুন বিদ্যালয় প্রতিষ্ঠা করে শিক্ষা বিভাগ। তবে এখনো পর্যন্ত ওই নতুন বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক নিয়োগ দেয়া হয়নি। অবশিষ্ট ৩৬টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা অবসরে যাওয়ার পর থেকেই তাদের পদ শুন্য আছে।এ বিষয়ে সাভার উপজেলা শিক্ষা অফিসার সরকার আবুল কালাম আজাদ বলেন, পদোন্নতি বন্ধ ও প্রধান শিক্ষক পদে সরাসরি নিয়োগ বন্ধ থাকার কারণে প্রধান শিক্ষকের পদে শুন্যতা সৃষ্টি হয়েছে। বিষয়টি লিখিতভাবে মন্ত্রণালয়কে একাধিকবার জানানো হয়েছে। কিন্তু কোনো ফল পাওয়া যায়নি। মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত দেওয়া হলেই প্রধান শিক্ষকের শুন্যতা পূরণ সম্ভব বলে দাবি করেন তিনি। আল-মামুন/এনএফ/আরআইপি

Advertisement