খেলাধুলা

হিউজের স্মরণে বাংলাদেশ-জিম্বাবুয়ে

ফিলিপ হিউজের মৃত্যুতে শোকে মাতম গোটা বিশ্ব। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সতীর্থসহ বিশ্ব ক্রিকেটের সঙ্গে জড়িত সবাই। বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার চতুর্থ একদিনের ম্যাচে হিউজের স্মরণে এক মিনিটি নীরবতা পালন করেছেন দুই দলের ক্রিকেটাররা।স্বাগতিক ও অতিথি দলের ক্রিকেটাররা সবাই ডানহাতে কালো আর্মব্যান্ড লাগিয়ে মাঠে নেমেছেন। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু হয়েছে চতুর্থ ম্যাচটি। এর আগে বৃহস্পতিবার পাকিস্তান-নিউজিল্যান্ডের মধ্যকার শারজাহ টেস্টের দ্বিতীয় দিনে তার শোকে বিহ্বল হয়ে খেলা থেকে বিরত থেকেছে দুই দল। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি ইতোমধ্যে ২৭ নভেম্বরকে ক্রিকেটের শোক দিবস হিসেবে ঘোষণা করেছে।বৃহস্পতিবার অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ফিল হিউজ মৃত্যুর কাছে হার মেনেছেন। বোলার শন এ্যাবর্টের বাউন্সারের আঘাতে দুই দিন মৃত্যুর সঙ্গে লড়ে মাত্র ২৫ বছর বয়সেই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন উদীয়মান এই ক্রিকেটার।সিডনি ক্রিকেট গ্রাউন্ডে মঙ্গলবার শেফিল্ড শিল্ডে নিউ সাউথ ওয়েলস ও সাউথ অস্ট্রেলিয়ার ম্যাচে বোলার শন এ্যাবর্টের শর্ট বলে হুক করতে গিয়ে মাথায় বলের আঘাত পেয়েছিলেন হিউজ। তাকে এ্যাম্বুলেন্সে সেন্ট ভিনসেন্টস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। এর পরই অস্ত্রোপচার করে চিকিৎসকরা জানিয়েছিলেন, তার অবস্থা আশঙ্কাজনক। তখন থেকে কোমায় ছিলেন তিনি।২০০৯ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তার। আর ওয়ানডেতে হিউজের অভিষেক হয়েছিল ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে। ১৯৮৮ সালের ৩০ নভেম্বর নিউ সাউথ ওয়েলসে জন্মগ্রহণ করেছিলেন এই ক্ষণজন্মা ক্রিকেটার।ক্যারিয়ারে অস্ট্রেলিয়ার হয়ে ২৬টি টেস্ট ও ২০টি ওয়ানডে খেলেছেন হিউজ। এ ছাড়া ১১৪টি প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছেন এই ক্রিকেটার। আর ৩৪টি টোয়েন্টি২০ ম্যাচ খেলেছেন তিনি।

Advertisement