রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের হীরকজয়ন্তী (প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তি) ও অ্যালামনাই অ্যাসোসিয়েশন পুনর্মিলনী উদযাপন করা হবে আগামী ১৯ মার্চ। এতে অংশগ্রহণ করতে ১৫ ফেব্রুয়ারির মধ্যে নির্ধারিত রেজিস্ট্রেশন ফি জমা দিয়ে ফরম পূরণ করতে হবে বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন বিভাগের সভাপতি অধ্যাপক মো. আজিজুল হক।সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে সভাপতি অধ্যাপক আজিজুল হক জানান, ‘ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য হতে এবং সম্মেলনে অংশগ্রহণ করতে ইচ্ছুকদের বিভাগ থেকে বিএ, এমএ, এমফিল বা পিএইচডি ডিগ্রি থাকলে সাধারণ সদস্য হতে ১৫০০ টাকা দিয়ে নির্ধারিত ফরম পূরণ করতে হবে। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ফরম বিভাগে এবং বিভাগের ওয়েবসাইট www.ru.ac.bd/ihc এ পাওয়া যাবে।এছাড়া আজীবন সদস্য হতে ৬০০০ টাকা (এককালীন) ও সহযোগী সদস্য হতে ১২০০ টাকা (শুধু অনার্সে অধ্যায়নরত শিক্ষার্থী) ফি প্রদান করতে হবে। এদিকে এ সম্মেলনে অংশগ্রহণ করতে ইচ্ছুক সদস্যদের দম্পতিগণের মাথাপিছু (রেজিস্ট্রেশন ফিসহ) ১২০০ টাকা এবং তাদের সন্তানদের জন্য মাথাপিছু ৬০০ টাকা (রেজিস্ট্রেশন ফি ব্যতীত) ফি নির্ধারণ করা হয়েছে (আবাসন ও আপ্যায়ন অন্তর্ভুক্ত)।’ তিনি বলেন, সব ধরনের সদস্যদের ফি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন, সঞ্চয়ী হিসাব-০২০০০০৫৮০৫০১৮, অগ্রণী ব্যাংক, রাবি শাখায় জমা দিয়ে নির্ধারিত ফরম পূরণ করতে হবে। আর পূরণকৃত ফরম ১৫ ফেব্রুয়ারির মধ্যে বিভাগে জমা দিতে হবে। বিভাগের সভাপতি আরও বলেন, ‘১৯ মার্চ সকাল ৯ টায় বিভাগের সামনে কর্মসূচির উদ্বোধন, সাড়ে ৯ টায় বর্ণাঢ্য শোভাযাত্রা, ১০ টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে উদ্বোধনী উনুষ্ঠান ও আলোচনা সভা, আড়াইটায় স্মৃতিচারণ, সাড়ে ৪ টায় পুনর্মিলনী সাধারণ সভা ও কমিটি গঠন এবং বিকেল সাড়ে ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।’সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষক অধ্যাপক ফজলুল হক, অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, অধ্যাপক মুহিবউল্ল্যাহ ছিদ্দিকী, অধ্যাপক সামসুজ্জোহা এছামী, কাজী মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।রাশেদ রিন্টু/এসএস/আরআইপি
Advertisement