খেলাধুলা

ফরাসি লিগে পিএসজির টানা জয়ের রেকর্ড

চলতি মৌসুমে ফরাসি লিগে রীতিমত আকাশে উড়ছে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। বুধবার  লরিয়েন্টকে ৩-১ গোলে হারিয়ে দারুণ এক জয়ে লিগে টানা ৩৩টি ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। বুধবার খেলার শুরুতেই পিএসজিকে এগিয়ে নেন এডিনডন কাভানি। বক্সের কিছুটা বাইরে থেকে জ্লাতান ইব্রাহিমোভিচের বাড়ানো বুদ্ধিদীপ্ত পাস ধরে এগিয়ে আসা প্রতিপক্ষ গোলরক্ষককে কাটিয়ে দারুণ ফিনিশিংয়ে গোল করে দলকে এগিয়ে নেন এই উরুগুয়ে ফরোয়ার্ড।তবে সমতায় ফিরতে খুব একটা সময় নেয়নি লরিয়েন্ট। ১৯তম মিনিটে রাফায়েল গুয়েরিরোর গোলে সমতায় ফেরে লরিয়েন্ট। সতীর্থের ব্যাক-হিল পাস থেকে পেনাল্টি বক্সের ভেতরে বল পেয়ে জোরালো শটে গোল করেন এই পর্তুগিজ লেফট-ব্যাক।বিরতির পরপরই পিএসজিকে এগিয়ে নেন ইব্রাহিমোভিচ। ডানদিক থেকে সতীর্থের বাড়ানো পাস ধরে দারুণ ফিনিশিংয়ে গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন এই সুইডিশ ফরোয়ার্ড। ৬৯ মিনিটে দারুণ এক গোল করে পিএসজির জয় নিশ্চিত করেন লেইভিন কুরজাওয়া। এই জয়ের ১৯৯৪ সালের জুলাই থেকে ১৯৯৫ সালে এপ্রিল পর্যন্ত নান্তেস’র টানা ৩২ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ভেঙে দিয়েছে অ্যালেগ্রির দল।এমআর/আরআইপি

Advertisement