মরিনহো বরখাস্ত হওয়ার পর হিডিঙ্ক দায়িত্ব নিয়ে একদম খারাপ করেননি, সেটা লিগের এই ফলাফল দেখে বলাই যায়। তবে তাদের ভাগ্য ফেরাতে পারেনি। গত বারের চ্যাম্পিয়নরা বুধবার ওয়াটফোর্ডের সাথে গোলশুন্য ড্র করে পয়েন্ট হারিয়েছে। ওয়াটফোর্ডের মাঠে অতিথি হয়ে খেলতে গিয়ে ম্যাচের প্রথমার্ধেই এগিয়ে যাবার সুযোগ পেয়েছিল চেলসি। কিন্তু ডিয়েগো কস্তার শট গোলপোস্টের খানিকটা বাইরে দিয়ে গেলে এগিয়ে যাওয়া হয়নি স্ট্যামফোর্ড ব্রিজের দলটির। ম্যাচের শেষ দিকে এসে আরো একটি সুযোগ পেয়েছিলেন কস্তা। কিন্তু তার হেডটি বিপক্ষ দলের গোলরক্ষক হিউরেলো গোমেজ দারুণ ভাবে ঠেকিয়ে দিলে আর কোনো গোলের দেখা পায়নি হিডিঙ্কের দল। ফলে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় দুটি দলকেই। জিতলে না পারলেও পয়েন্ট তালিকায় উন্নতি হয়েছে চেলসি। ২৪ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে ত্রয়োদশ স্থানে উঠে এসেছে তারা। সমান ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে নবম স্থানে উঠেছে ওয়াটফোর্ড।এমআর/আরআইপি
Advertisement