যেসব সড়কে ফুটওভারব্রিজ থাকা সত্বেও মানুষ ঝুঁকি নিয়ে ওভারব্রিজের নিচ দিয়ে সড়ক পার হবে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ট্র্যাফিক, দক্ষিণ) বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) রিফাত রহমান। বৃহস্পতিবার সকালে বাংলামোটর পুলিশ বক্স থেকে ঝুঁকিপূর্ণ রাস্তা পারাপার রোধে অভিযান পরিচালনাকালে জাগো নিউজকে এ কথা জানান রিফাত রহমান।রিফাত রহমান বলেন, যেসব মানুষ ফুটওভারব্রিজ থাকা সত্বেও ঝুঁকি নিয়ে রাস্তা পার হয় তাদের জন্য এই অভিযান। অভিযানে পথচারীদের জরিমানা করা হচ্ছে, মামলাও দেয়া হবে তাদের বিরুদ্ধে।উল্লেখ্য, পথচারীদের সড়ক পারাপারে ওভারব্রিজ ব্যবহারে উৎসাহী করতে রাজধানীতে অভিযান চালাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বাংলামোটর পুলিশ বক্স থেকে অভিযানটি পরিচালনা করা হচ্ছে। অভিযানের নেতৃত্ব দিচ্ছেন ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান।এআর/এআরএস/আরআইপি
Advertisement