জাগো জবস

আজকের সাধারণ জ্ঞান : ০৪ ফেব্রুয়ারি ২০১৬

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘সাব-রেজিস্ট্রার পদে পরীক্ষার প্রশ্ন ও সমাধান’ নিয়ে জাগো জবসের শেষ পর্বের বিশেষ আয়োজন।১. প্রশ্ন : ব্রাহ্মণবাড়িয়া জেলায় কোন নদী অবস্থিত?উত্তর : তিতাস।২. প্রশ্ন : ২০১৫ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত টেকসই উন্নয়নের জন্য গৃহীত কর্মসূচি কোনটি?উত্তর : এসডিজি।৩. প্রশ্ন : বিখ্যাত পর্যটক ইবনে বতুতা কত সালে সোনারগাঁও ভ্রমণ করেন?উত্তর : ১৩৪৫ সালে।৪. প্রশ্ন : ‘Statue of Peace’ কোথায় অবস্থিত?উত্তর : নাগাসাকি।৫. প্রশ্ন : বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে?উত্তর : শ্রীমাভো বন্দরনায়েকে।৬. প্রশ্ন : যুক্তরাষ্ট্রে কত সালে দাসপ্রথা বিলুপ্ত হয়?উত্তর : ১৮৬৩ সালে।৭. প্রশ্ন : কবি সুফিয়া কামালের কাব্যগ্রন্থ কোনটি?উত্তর : মায়া কাজল।৮. প্রশ্ন : ‘ইয়াং বেঙ্গল’ আন্দোলনের প্রবক্তা কে ছিলেন?উত্তর : ডিরোজিও।৯. প্রশ্ন : হার্ডিঞ্জ ব্রিজ কোন জেলায় অবস্থিত?উত্তর : কুষ্টিয়া-পাবনা।১০. প্রশ্ন : ২০১৫ সালে ‘World Food Prize’ কে পেয়েছেন?উত্তর : স্যার ফজলে হাসান আবেদ।১১. প্রশ্ন : জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্র কত বছরের জন্য নির্বাচিত হয়?উত্তর : ২ বছর।১২. প্রশ্ন : Schengen Area ভুক্ত দেশ নয় কোনটি?উত্তর : ব্রিটেন।১৩. প্রশ্ন : রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষের নাম কী?উত্তর : ডুমা।১৪. প্রশ্ন : রাষ্ট্রের উপাদান নয় কোনটি?উত্তর : সামাজিক ন্যায়বিচার।১৫. প্রশ্ন : ‘ছিয়াত্তরের মন্বন্তর’ নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে?উত্তর : বাংলা ১১৭৬ সালে।১৬. প্রশ্ন : হাজী মোহাম্মদ মহসীনের বাড়ি কোথায়?উত্তর : হুগলী।১৭. প্রশ্ন : ন্যাটোভুক্ত একমাত্র মুসলিম দেশ কোনটি?উত্তর : তুরস্ক।১৮. প্রশ্ন : মুজিবনগর সরকার গঠিত হয় কবে?উত্তর : ১০ এপ্রিল ১৯৭১ সালে।১৯. প্রশ্ন : বাংলাদেশের সাথে কয়টি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে?উত্তর : ২টি দেশের।২০. প্রশ্ন : ড্রোন কী?উত্তর : চালকবিহীন বিমান।এসইউ/আরআইপি

Advertisement