বিসিবি সভাপতি অবশ্য কখনই প্রকাশ্যে কোচিং মেথড নিয়ে কোনোরকম সমালোচনা করেননি। তার যোগ্যতা, সামর্থ্য নিয়ে একটি তীর্যক মন্তব্যও করেননি। সরাসরি কোন মন্তব্য না করলেও বিসিবি পরিচালক ও টিম বাংলাদেশের ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন ডোমিঙ্গোর কোচিং দর্শন নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন। ডোমিঙ্গোর কোচিং দর্শনের সঙ্গে বাংলাদেশের টি টোয়েন্টি ফরম্যাটের দর্শনটা মিলছে না।’
Advertisement
এর বাইরে বোর্ডের অভ্যন্তরে আরও একটি বিষয় চাওর হয়ে গেছে। তাহলো, টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য যতটা আক্রমণাত্মক ও গতি দরকার, ডোমিঙ্গোর আসলে তা নেই। তাই দিনকে দিন এ ফরম্যাটে পিছিয়ে পড়া।
দায়িত্বচ্যুতির পাশাপাশি এমন তীর্যক মন্তব্য একজন ভিনদেশি প্রশিক্ষকের জন্য মোটেই সুখকর নয়। রীতিমত অসম্মানজনক। তার জায়গায় অন্য কোন বিদেশি কোচ থাকলে হয়তো ক্ষোভে ফেটে পড়তেন এবং পাল্টা বিবৃতি দিয়ে ক্রিকেট পাড়া গরম করে ফেলতেন।
ডোমিঙ্গো কি করছেন? এ প্রোটিয়ার প্রতিক্রিয়া কী? শুনে অবাক হবেন, এ দক্ষিণ আফ্রিকান প্রশিক্ষক মোটেই চটেননি। এতটুকু উত্তেজনার ছিটেফোটাও নেই তার চোখেমুখে। একদম ঠান্ডা মাথায় নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করলেন।
Advertisement
জানিয়ে দিলেন, ‘আসলে সবার মত প্রকাশের স্বাধীনতা আছে। সবারই বাক স্বাধীনতা আছে। সবাই যে যার মতামত ব্যক্ত করতে পারেন। আমি জানি আমার দর্শন কি! আমি জানি আমার কোচিং স্টাইল কেমন! তাই আমার দর্শন ও কোচিং স্টাইল নিয়ে কে কি বলেছেন, তা নিয়ে কোনরকম মন্তব্যে আমি যেতে চাই না। আমি বরং টেস্ট আর ওয়ানডে নিয়ে আরও বেশি করে মনোযোগি হতে চাই।’
ডোমিঙ্গোর জন্য আরও একটি খবর আছে। সম্ভবতঃ তিনি তার ব্যাটিং কোচ জেমি সিডন্সকেও জাতীয় দল থেকে হারাতে যাচ্ছেন। অস্ট্রেলিয়ান জেমি সিডন্সকে সম্ভবত জাতীয় দল থেকে সরিয়ে গেম ডেভোলপমেন্টে নিয়ে যাওয়া হচ্ছে। সেটা বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনই অনেক কথার ভিড়ে আজ সোমবার তা জানিয়েছেন। সে কথার রেশ ধরে ডোমিঙ্গো বলেন, ‘সম্ভবত জেমিও গেম ডেভোলপমেন্টে চলে যাচ্ছে। এতে করে আমার একটু বাড়তি সময় দিতে হবে।’
এ সম্পর্কে ডোমিঙ্গোর কথা, ‘আমি জানি না ব্যাটিং কোচ কে হতে পারেন। তাকে যখন পাওয়া যাবে না, তখন জেমি আবার আমাদের সঙ্গে কাজ করতে পারেন।’
ডোমিঙ্গোর শেষ কথা, ‘পরবর্তী কয়েক মাস আমাকে অনেক কিছুই ভাবতে হবে।’
Advertisement
আগামী ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ সামনে নিয়ে অনেক বড় চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে টাইগার হেড কোচের। তার স্থির বিশ্বাস, ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের ভাল করার দারুণ সম্ভাবনা আছে। তাই মুখে এমন কথা, ‘আমাদের দল ওয়ানডেতে বেশ ভাল খেলছে। আমার মনে হয়, আমাদের ওয়ানডে বিশ্বকাপে ভাল করার যথেষ্ঠ সম্ভাবনা আছে। আমাদের দলে একঝাঁক ভাল প্লেয়ারও আছে।’
এআরবি/আইএইচএস