আইন-আদালত

টাঙ্গাইল-৪ উপনির্বাচন: হাইকোর্টের সিদ্ধান্ত আজ

টাঙ্গাইল-৪(কালিহাতী)সংসদীয় আসনের উপনির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর করা রিট আবেদনের বিষয়ে আজ (বৃহস্পতিবার) রায় দেবেন হাইকোর্ট। ভাই আবদুল লতিফ সিদ্দিকীর পদত্যাগের কারণে শূন্য হওয়া এই আসনে কাদের সিদ্দিকী লড়তে পারবেন কি না তা নির্ধারিত হবে এই রায়ের মাধ্যমে।ঋণ খেলাপের অভিযোগে প্রার্থিতা বাতিল হয়ে যাওয়ার পর মূলত কাদের সিদ্দিকীর করা এই রিটের কারণেই থেমে আছে টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচন। ১ ফেব্রুয়ারি এ বিষয়ে শুনানি শেষ করে আজ রায়ের জন্য দিন নির্ধারণ করেছিলেন বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। কাদের সিদ্দিকীর রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের জারিকৃত রুল নিষ্পত্তির জন্য গত বছরের ২ নভেম্বর এই বেঞ্চ ঠিক করে দিয়েছিলেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা নেতৃত্বাধীন আপিল বিভাগের একটি বেঞ্চ।বেফাঁস মন্তব্য করে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হওয়ার পর লতিফ সিদ্দিকী টাঙ্গাইল-৪ সংসদীয় আসন থেকে পদত্যাগ করেন। এরপর ওই আসনে উপনির্বাচনের ঘোষণা দেয় নির্বাচন কমিশন (ইসি)। ইসির ঘোষিত তফসিল অনুযায়ী গেল বছরের ১০ নভেম্বর ওই আসনে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু কাদের সিদ্দিকী ও তার স্ত্রীর মনোনয়নপত্র ইসি বাতিল করে দিলে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট আবেদন করেন তিনি। এরপর গত ২৭ অক্টোবর উপনির্বাচন স্থগিত করেন অবকাশকালীন চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।      দশম জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ আসন থেকে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন কাদের সিদ্দিকীর বড় ভাই লতিফ সিদ্দিকী। গত বছরের ১ সেপ্টেম্বর তিনি পদত্যাগ করায় আসনটি শূন্য ঘোষণা করে ৩ সেপ্টেম্বর গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয়। এরপর গত বছরের ১০ নভেম্বর টাঙ্গাইল-৪ আসনে উপ-নির্বাচনের দিন ধার্য করেছিল নির্বাচন কমিশন (ইসি)। ওই উপনির্বাচনে প্রার্থী হতে কাদের সিদ্দিকী ও তার দলের আরো তিনজনসহ মোট ১০ জন মনোনয়নপত্র জমা দেন।কিন্তু ঋণখেলাপের অভিযোগে গত বছরের ১৩ অক্টোবর রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। এরপর রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ১৬ অক্টোবর ইসিতে আপিল করেন কাদের সিদ্দিকী। ১৮ অক্টোবর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন কাদের সিদ্দিকীর আপিল খারিজ করে তার মনোনয়নপত্র বাতিলের চূড়ান্ত রায় দেন। এরপর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন কাদের সিদ্দিকী।ওই রিটের শুনানি করে গত বছরের ২১ অক্টোবর নির্বাচন কমিশনের আদেশ স্থগিত ও কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বৈধ বলে আদেশ দেন বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ। পরে ২৬ অক্টোবর কাদের সিদ্দিকীর মনোনয়নপত্রের বৈধতা নিয়ে হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে আবেদন করেন ইসির অ্যাডভোকেট অন রেকর্ড ব্যারিস্টার ড. মো. ইয়াসিন খান।কাদের সিদ্দিকীর বিরুদ্ধে যে অভিযোগসোনার বাংলা প্রকৌশলী সংস্থার নামে অগ্রণী ব্যাংকে ১০ কোটি ৮৮ লাখ টাকা ঋণ রয়েছে। কাদের সিদ্দিকী এ প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও তার স্ত্রী নাসরিন কাদের সিদ্দিকী পরিচালক। ওই ঋণ খেলাপি হওয়ায় তাদের মনোনয়নপত্র বাতিল করেছিল ইসি। এফএইচ/এনএফ/আরআইপি

Advertisement