জাতীয়

এবার কমলাপুর থেকে ৪ কেজি সোনা উদ্ধার

এবার রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে ৩৪টি সোনার বারসহ দুই যাত্রীকে আটক করেছে রেলওয়ে পুলিশ। যার বর্তমান বাজারমূল্য  প্রায় ২ কোটি টাকা।বুধবার সকাল পৌনে ৯টার দিকে কমলাপুর স্টেশনের ইয়ার্ড থেকে তাদের আটক করা হয়। আটক দ‍ুই যাত্রী হলেন- মো, সুমর (৩৫) এবং মো. দিলু (৩০)।জানা যায়, বুধবার সকাল ৯টার দিকে স্টেশনে চট্টগ্রাম থেকে আসা ‘তূর্ণা নিশিথা’ ট্রেনটি থামলে ওই দুই জনকে আটক করে বারগুলো জব্দ করা হয়। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় আটক করা হয় ওই দুই যাত্রীকেও।  তবে তারা কার কাছ থেকে এবং কোথায় সোনার বারগুলো নিয়ে যাচ্ছিলেন সে বিষয়েও তাৎক্ষণিক কোনো তথ্য জানা যায়নি।

Advertisement