লাইফস্টাইল

তালের বড়ার সহজ রেসিপি

চলছে তালের মৌসুম। এ সময় সবার ঘরেই কমবেশি তালের পিঠা-পায়েস তৈরি হয়। পাকা তালের মিষ্টি গন্ধ সবাইকেই মুগ্ধ করে। আর এ কারণে যে কোনো মিষ্টান্নে তালের রস মেশালে তা আরও সুস্বাদু হয়ে ওঠে।

Advertisement

তালের বিভিন্ন পদের মধ্যে এর বড়া সবার কাছে প্রিয়। চলুন তবে জেনে নেওয়া যাক তালের বড়া তৈরির রেসিপি-

উপকরণ

১. পাকা তালের ঘন রস আধা কাপ২. চালের গুঁড়া ১ কাপ৩. ময়দা আধা কাপ৪. চিনি ১ কাপ৫. গুঁড়া দুধ ১ কাপ৬. এলাচ গুঁড়া ১ চা চামচ৭. লবণ সামান্য৮. কোড়ানো নারকেল আধা কাপ ও৯. তেল ভাজার জন্য।

Advertisement

পদ্ধতি তেল ছাড়া সব উপকরণ একসঙ্গে মেখে নরম ডো তৈরি করে আধা ঘণ্টা রেখে দিন। ডো এমন হতে হবে যেন হাত দিয়ে নিয়েই গরম তেলে দেওয়া যায়। খুব বেশি নরম অথবা খুব বেশি শক্ত হবে না।

ডো শক্ত মনে হলে সামান্য তালের রস বা তালের ক্বাথ দিয়ে নিতে হবে আর নরম মনে হলে সামান্য ময়দা মিশিয়ে নিতে হবে। এই পিঠা বানাতে কোনো কিছু মেপে নেওয়ার প্রয়োজন হয় না। নিজের আন্দাজমতো সব নিলেই হয়।

এবার মাঝারি আঁচে তেল গরম করে নিন। তারপর আঁচ কমিয়ে হাত দিয়ে অল্প একটু করে তালের মিশ্রণ নিয়ে (১ চা চামচ পরিমাণ) একেকটি বড়া তেলে ছেড়ে সোনালি করে ভেজে তুলে নিন। তাহলেই তৈরি হয়ে যাবে তালের বড়া। রেসিপি ও ছবি: ঝুমুর’স কিচেন

জেএমএস/জিকেএস

Advertisement