দেশজুড়ে

মোবাইল না পেয়ে কিশোরের আত্মহত্যা

কক্সবাজারের কুতুবদিয়ায় মোবাইল ফোন না পেয়ে অভিমানে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে এক কিশোর। বুধবার সকালে উপজেলার বড়ঘোপ বিদ্যুৎ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম রাসেল দাস (১৪)। সে বিদ্যুৎ মার্কেট এলাকার হিরনরঞ্জন দাসের ছেলে। সে একটি ওর্য়াকশপে কাজ করতো।প্রত্যক্ষদর্শী ও থানা সূত্র জানায়, রাসেল বুধবার রাতে মায়ের মোবাইল ফোনটি দাবি করেছিল। কিন্তু মা সেটি না দিয়ে স্থানীয় শুটকি মহালে মাছ পরিষ্কারের কাজে চলে যান। বাড়িতে মস্তিষ্ক বিকৃত বাবা একাই ছিলেন। এ সুযোগে ঘরের দরজা বন্ধ করে বাড়ির চালের গাছে সাথে রশি বেঁধে রাসেল গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। দীর্ঘ সময় পর প্রতিবেশীরা টের পেয়ে রাসেলকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আব্দুল­াহ আল হাসান তাকে মৃত ঘোষণা করেন। থানার অফিসার ইনচার্জ (ওসি) অং সা থোয়াই বলেন, আত্মহত্যাকারী কিশোর রাসেলের মা-বাবা, স্থানীয় ইউপি চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তার সর্বসম্মত সিদ্ধান্তে পোস্টমর্টেম ছাড়া মরদেহ সৎকারের নির্দেশনা দেয়া হয়েছে। সায়ীদ আলমগীর/এসএইচএস

Advertisement