দেশজুড়ে

সিলেট মহানগর পুলিশকে ৪ একর জমি দান

মোহাম্মদ মোছাব্বির আহমদ নামের এক ব্যক্তি ৪ একর জায়গা সিলেট মহানগর পুলিশ-এসএমপিকে দান করে দিয়েছেন। দানকৃত জমি এসএমপির শাহপরাণ (রহ.) থানার পীরের বাজার এলাকার ২০৯৪ দাগে অবস্থিত। দানকৃত ওই জমিতে এসএমপি, পুলিশ-এর পুলিশ প্রশিক্ষণ একাডেমি ও একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করা হবে। এই জায়গা দান করায় মোহাম্মদ মোছাব্বির আহমদ’কে এসএমপি পুলিশ ধন্যবাদ জ্ঞাপন করেছে।এ উপলক্ষে বুধবার সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই জায়গার দলিল বুঝে পায় এসএমপি পুলিশ।দলিল হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর পুলিশের কমিশনার মো. কামরুল আহসান বিপিএম, (সেবা), অতিরিক্ত পুলিশ কমিশনার এসএম রোকন উদ্দিন, পুলিশের উপ-কমিশনার (সদর দফতর) মো. রেজাউল করিম, পুলিশের উপ- কমিশনার (ট্রাফিক) মুশফেকুর রহমান, পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) বাসুদেব বনিক, পুলিশের উপ-কমিশনার (উত্তর) ফয়সল মাহমুদ, অতিরিক্তি উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ রহমত উল্লাহ প্রমুখ।মোহাম্মদ মোছাব্বির আহমদ এসএমপি পুলিশের কার্যকলাপে সন্তুষ্ট হয়ে এই জমি বিনা শর্তে রেজিস্ট্রি দলিল মূলে দান করেছেন। তিনি দক্ষিণ সুরমার মোল্লারগাঁওয়ের বাসিন্দা। মোছাব্বির আহমদ বর্তমানে নগরের আগপাড়া মৌসুমী-৯৪ নং বাসায় বসবাস করেন।  ছামির মাহমুদ/এসএইচএস

Advertisement