ফরিদপুরের মধুখালীতে ধর্ষণের পর মোবাইলে ছবি তোলার অভিযোগে দায়ের করা মামলায় যুবক কলিন্স শেখের (২৪) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আলাদত। বুধবার বিকেলে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. বজলুর রহমান এই রায় দেন। আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালে মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের সকড়িকান্দি গ্রামের এক কিশোরীকে অপহরণের পর ধর্ষণ করে এবং মোবাইলে অশ্লীল ছবি তুলে রাখে আসামি কলিন্স শেখ। এ ঘটনার পর ভিকটিম নিজেই বাদী হয়ে মধুখালী থানায় মামলা দায়ের করে। মামলা দায়েরের কয়েকদিন পরে তাকে গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণের পর আদালত কলিন্স শেখকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে। এস.এম. তরুন/এআরএ/আরআইপি
Advertisement