তথ্যপ্রযুক্তি

নতুন চারটি আনলিমিটেড ডাটা প্যাক চালু

দেশের মোবাইল ফোন গ্রাহকদের স্বার্থ বিবেচনায় চারটি নতুন ডাটা প্যাকেজ চালু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বেসরকারি মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন ও সরকারি মোবাইল ফোন অপারেটর টেলিটকের মাধ্যমে এসব প্যাকেজ চালু করা হয়েছে।

Advertisement

রোববার (২১ আগস্ট) বিটিআরসি এসব তথ্য নিশ্চিত করেছে।

বিটিআরসি জানায়, গ্রামীণফোন অপারেটরের মাধ্যমে ১ হাজার ১৯৯ টাকায় ৪০ জিবি ও ৫৪৯ টাকায় ১৫ জিবি ডাটা পাওয়া যাবে। এছাড়া টেলিটক অপারেটরের মাধ্যমে ১২৭ টাকায় ৬ জিবি ও ৩০৯ টাকায় ২৬ জিবি ডাটা পাওয়া যাবে।

গত ২৮ এপ্রিল বিটিআরসির নির্দেশনা অনুযায়ী মোবাইল অপারেটরগুলো প্রথম আনলিমিটেড মেয়াদের ডাটা প্যাকেজ বাজারে নিয়ে আসে।

Advertisement

এইচএস/এসএএইচ/জিকেএস