স্বাস্থ্য

বৃক্ষ মানবের দেহে ক্যানসারের আলামত মেলেনি

বিরল রোগে আক্রান্ত খুলনার দরিদ্র যুবক আবুল বাজানদারকে নিয়ে দেশ বিদেশের ডাক্তার, নার্স, গণমাধ্যম কর্মীসহ অসংখ্য মানুষের আগ্রহের শেষ নেই। কেমন আছে সেই বৃক্ষ মানব, ডাক্তাররা কী তার শারীরিক পরীক্ষানিরীক্ষা করেছেন, পরীক্ষার ফলাফলে কী পাওয়া গেছে, বায়োপসি কি করা হয়েছে, রিপোর্ট কী বিদেশে পাঠানো হয়েছে এমন বিভিন্ন প্রশ্ন ঘুরেফিরে আসছে। আবুলের চিকিৎসার্থে ছয় সদস্যের মেডিকেল বোর্ড গঠিত হলেও অদ্যাবদি তারা একত্রে বসে চিকিৎসার অগ্রগতি সম্পর্কে গণমাধ্যম কর্মীদের আনুষ্ঠানিকভাবে কিছুই জানাননি। খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১১টায় ঢামেক বার্ন ইউনিটের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন ডেকেছেন মেডিকেল বোর্ড। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এছাড়াও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক দীন মো. নুরুল হক ও মেডিকেল বোর্ডের সকলেই উপস্থিত থাকবেন। মেডিকেল বোর্ড প্রধান বার্ন বিশেষজ্ঞ ডা. সামন্তলাল সেন বুধবার রাতে জাগো নিউজকে জানান, বৃহস্পতিবার সকালে স্বাস্থ্যমন্ত্রীর উপস্থিতিতে সংবাদ সম্মেলনে আবুল বাজনদারের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে সকলকে জানিয়ে দেয়া হবে। ডা. সামন্তলাল সেন জানান, ইতোমধ্যেই স্থানীয়ভাবে রক্ত ও আক্রান্ত স্থানসহ শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যেঙ্গের এক্সরে করা হয়েছে। এতে শরীরে ক্যানসার বা অন্য কোনো রোগের উপস্থিতি পাওয়া যায়নি। তিনি জানান, আক্রান্ত স্থান থেকে মাংসপিণ্ড কেটে নিয়ে তারপর বায়োপসি করতে হয়। বিদেশে পরীক্ষানিরীক্ষার রিপোর্ট পাঠাতে বুকিং দেয়া,  বিশেষ মোড়কে নমুনা পাঠানোতে অনেক সময় লাগবে বলে এখনও বায়োপসি করা হয়নি। এমইউ/একে

Advertisement