দেশজুড়ে

সাগরে ইঞ্জিন বিকল দুটি ট্রলার থেকে ৪৪ জেলে উদ্ধার

বঙ্গোপসাগরে ভাসতে থাকা দুটি ট্রলার থেকে গত পাঁচদিনে ৪৪ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। উদ্ধার হওয়া জেলেদের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী এলাকায়।

Advertisement

কোস্টগার্ড সদর দপ্তরের (ঢাকা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান, মোংলা বন্দরের আকরাম পয়েন্ট সংলগ্ন বঙ্গোপসাগরের ত্রিকোণা দ্বীপ এলাকা থেকে বিকল ‘এফবি রিভার মেট’ থেকে ২১ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। সাগরের মহিপুর মোহনা থেকে ইঞ্জিন বিকল হলে ‘এফবি মায়ের দোয়া’ ট্রলার থেকে ২৩ জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, ঝড়ের কবলে পড়ে ট্রলারের ক্রাংকস্যাফ্ট ও পিস্টন ভেঙে যাওয়ায় পাঁচদিন ধরে নিয়ন্ত্রণহীনভাবে সমুদ্রে ভাসতে ছিল ট্রলার দুটি। রোববার সাগরে ভাসতে থাকা ট্রলার দুটি থেকে ৪৪ জেলেকে উদ্ধার করা হয়।

আরএইচ/জেআইএম

Advertisement