তথ্যপ্রযুক্তি

এইচটিসির ওয়ান এ৯ হ্যান্ডসেট আনলো গ্রামীণফোন

শীর্ষ স্থানীয় ব্র্যান্ড এইচটিসি`র সর্বাধুনিক হ্যান্ডসেট বাংলাদেশের বাজারে নিয়ে এলো গ্রামীণফোন। এইচটিসি ওয়ান এ৯ মডেলের সেটটির রয়েছে আকর্ষণীয় ফিচার। ৫ ইঞ্চি এইচডি ডিসপ্লের এ ফোনে রয়েছে কর্ণিং গরিলা গ্লাস তিন প্রোটেকশন।বুধবার রাতে ওয়েস্টিন হোটেলে নতুন এই মোবাইলটি দেশের বাজারে উম্মুক্ত করতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে গ্রামীণফোন।সংবাদ সম্মেলনে জানানো হয়, অ্যানড্রয়েডের সর্বশেষ ভার্সন মার্শ ম্যালো সফটওয়ার দ্বারা পরিচালিত অত্যাধুনিক কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬১৭ প্রসেসরের সঙ্গে ৬৪ বিট অক্টাকোর প্রসেসর ব্যবহার করা হয়েছে মোবাইল ফোনটিতে। ৩ জিবি র্যামের সঙ্গে এর বিল্ট ইন মেমোরি ৩২ জিবি। এছাড়া অতিরিক্ত মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এর মেমোরি ২ জিবি পর্যন্ত ব্যবহার করা যাবে। ফোনটিতে রয়েছে ২১০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। এছাড়া রয়েছে ১৩ মেগা পিক্সেলের রিয়ার এবং ৪ মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। সেটটির মূল্য ৪৪ হাজার ৯০০ টাকা। ৫ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত গ্রামীণফোন স্টোরে সেটটির প্রি বুকিং নেয়া হবে। প্রথম ১০০ জন প্রি বুকিং গ্রাহকের জন্য রয়েছে রি ক্যামেরা জেতার সুযোগ। জিপি কানেকশন ব্যবহার করে ৫০০ এমবি ফ্রি ডাটা পাওয়া যাবে মোবাইলটিতে। এছাড়া মোবাইলটি কিস্তিতে কেনারও সুযোগ রয়েছে।আরএম/আরএস/আরআইপি

Advertisement