জাতীয়

ইতিহাস বিকৃতি আজও বিদ্যমান : আমু

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর ২১ বছর পাকিস্তানের পেতাত্মা হিসেবে এদেশ শাসন করেছে স্বাধীনতাবিরোধীরা। তারা এদেশের ইতিহাসকে বিকৃত করেছে, মুক্তিযুদ্ধকে বিকৃত করেছে। এরই ধারাবাহিকতা আজও বিদ্যমান। আজও তারা দেশের ইতিহাসকে নিয়ে নানা ষড়যন্ত্র করছে। এমনকি তারা নতুন প্রজন্মকে দেশের ইতিহাস নিয়ে নানা ধরণের ভুল তথ্য দিচ্ছে। সময় এসেছে এসব ষড়যন্ত্রের জবাব দেয়ার।বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদের দ্বিবার্ষিক (২০১৬-২০১৭) কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের চেয়ারপারসন এম এ বারির সভাপতিত্বে অনুষ্ঠানের ‘বাংলাদেশ পর্বে’ বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, এ কে এম রহমতুল্লাহ এমপি, এ কে এম বাহাউদ্দিন বাহার এমপি, বাংলাদেশ ব্যাংকের চিফ ইকোনমিস্ট ড. বিরপা পাল ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল বাসেত মজুমদার।মন্ত্রী বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধে স্বাধীনতাবিরোধীরা যে ষড়যন্ত্র করেছিল, তা আজও অব্যাহত রয়েছে। মুক্তিযুদ্ধের পর ১৯৭৫ সালে তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও চার নেতাকে হত্যা করে এদেশকে পাকিস্তানি রাষ্ট্র বানাতে চেয়েছিল। এরই ধারাবাহিকতায় স্বাধীনতাবিরোধীরা আজও দেশে নানা ষড়যন্ত্র করছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে তারা ১৯ বার হত্যার চেষ্টা চালিয়েছে। সর্বশেষ ২০০৪ সালে গ্রেনেড হামলা করে তাকে হত্যার ষড়যন্ত্র করেছিল। এখনও তিনি প্রাণনাশের হুমকিতে রয়েছেন। তার উপর বার বার আঘাত আসছে।সন্ধ্যায় ‘ভারত পর্বের’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্যসভার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান অধ্যাপক প্রদীপ ভট্টাচার্য। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি সোমেন্দ্র নাথ মিত্র। বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সার্ক চেম্বারের সদস্য এস কে আগারওয়াল, সাবেক মন্ত্রী সরদার আমজাদ আলী, সাকিলুজ্জামান আনসারী, ড. মায়া রানী ও তৈয়বুল হক। সারাদেশ থেকে ৩৪টি চ্যাপ্টার কমিটির প্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নেন। এমএইচ/একে/আরআইপি

Advertisement