খুলনার পাইকগাছা উপজেলায় কপোতাক্ষ নদে মাছ ধরতে গিয়ে বিশালাকৃতির একটি শিবলিঙ্গ পেয়েছেন জগদীশ বিশ্বাস নামের এক জেলে।
Advertisement
স্থানীয় জনপ্রতিনিধির পরামর্শে শনিবার (২০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে শিবলিঙ্গটি পাইকগাছা থানায় জমা দেন তিনি।
স্থানীয়রা জানান, নোয়াকাটি গ্রামের মৃত সতীশ বিশ্বাসের ছেলে জগদীশ বিশ্বাস জীবিকা নির্বাহের জন্য কপোতাক্ষ নদের বিভিন্ন জায়গায় পাটা জাল পেতে মাছ আহরণ করেন। শুক্রবার রাতে তিনি গোলাবাটি আশ্রয়ণ প্রকল্প এলাকায় পাটা জালে মাছ ধরতে গেলে একটি বস্তু ভাসতে দেখেন। সামনে এগোলে বিশাল আকৃতির শিবলিঙ্গ দেখতে পান। বহুকষ্টে তা নিজ বাড়িতে নিয়ে যান। রাতেই তিনি বিষয়টি স্থানীয়দের জানালে তার বাড়িতে সনাতন ধর্মাবলম্বীদের ভিড় বাড়ে।
বিষয়টি জানার পর স্থানীয় জনপ্রতিনিধি শিবলিঙ্গটি থানায় জমা দেওয়ার পরামর্শ দেন। সে মোতাবেক শনিবার জগদীশ ও তার স্ত্রী অঞ্জনা বিশ্বাস ওই শিবলিঙ্গ থানায় নিয়ে যান।
Advertisement
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জাগো নিউজকে বলেন, শিবলিঙ্গ থানায় নিয়ে আসার পর একটি সাধারণ ডায়েরি করে তা জব্দ করা হয়েছে।
আলমগীর হান্নান/এসজে/জেআইএম