জাতীয়

কবিতা পড়ে মন্ত্রিত্ব পেয়েছেন খাদ্য প্রতিমন্ত্রী : হাজী সেলিম

খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ কবিতা পড়ে মন্ত্রিত্ব পেয়েছেন বলে জাতীয় সংসদে মন্তব্য করেছে স্বতস্ত্র সংসদ সদস্য হাজী সেলিম। মঙ্গলবার জাতীয় সংসদে খাদ্য প্রতিমন্ত্রীকে উদ্দেশ্য করে এ মন্তব্য করেন তিনি। হাজী সেলিম বলেন, ‘আপনি (খাদ্য প্রতিমন্ত্রী) কবিতা পড়ে মন্ত্রিত্ব লাভ করেছেন। আমরা খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হয়েছি ঠিক আছে, কিন্তু মন্ত্রী কি সাধারণ কৃষকের কথা কিছু চিন্তা করছেন। তিনি সবসময় শুধু কবিতা পাঠ করেন। এসময় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সংসদে উপস্থিত ছিলেন না। তার অনুপস্থিতিতে সংসদে প্রশ্নের উত্তর দিচ্ছিলেন প্রতিমন্ত্রী। হাজী সেলিম বলেন, আপনি ধানের গোডাউন করেছেন ঠিক আছে, এখানে যে ধান রাখবেন এটিও ঠিক আছে। কিন্তু এই খাদ্য সামগ্রী যখন সরকারিভাবে ক্রয় করেন তখন কি আপনারা কৃষকের কাছ থেকে ধান কিনেন? কিনেন না । ‘আপনারা টাউট বাটপারদের কাছ থেকে ধান কিনছেন এর ফলে সাধারণ কৃষকরা সঠিক মূল্য পাচ্ছে না। আপনারা সরাসরি কৃষকদের কাছ থেকে খাদ্য কিনলে কৃষকরা উপকৃত হবে।’ যোগ করেন হাজী সেলিম।  জবাবে খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, ‘মানুষ এবং কবিতা অবিচ্ছেদ্য, মানুষ থাকলে কবিতা থাকবে, কবিতা থাকলে মানুষ থাকবে।’ তার এ কথা শুনে সরকারি দলের সবাই টেবিল চাপড়ে সমর্থন জানান। এরপর নুরুজ্জামান বলেন, খাদ্য ক্রয়ের ক্ষেত্রে আমাদের একটি সরকারি নীতিমালা আছে। এ নীতিমালা অনুযায়ী আমরা খাদ্য ক্রয় করি। আমাদের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ আছে কৃষকদের বাঁচাতে হবে। আমরা তার কথা অনুযায়ী কাজ করে যাচ্ছি। এ সরকার কৃষকবান্ধব সরকার।এইচএস/একে/আরআইপি

Advertisement